Ajker Patrika

জাহাঙ্গীরনগরের ভর্তি পদ্ধতি সংস্কারের দাবি

জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগরের ভর্তি পদ্ধতি সংস্কারের দাবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভর্তি পদ্ধতি সংস্কারের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। ভর্তি পরীক্ষায় শিফট পদ্ধতি বাতিল করে এক প্রশ্নপত্র ও এক মেধাতালিকায় মূল্যায়নের দাবি জানানো হয়। 

আজ বুধবার বিকেলে নতুন প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন করেন শাখা ছাত্র ফ্রন্টের নেতা-কর্মীরা। এ সময় ভর্তি আবেদন ফি কমানোর দাবি তোলেন বিক্ষুব্ধরা। 

জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি সৌমিক বাগচি বলেন, ‘সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বাণিজ্যে পরিণত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা এখন শিক্ষা কার্যক্রম বাদ রেখে ভূমি দখলসহ নানা ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে। একটা দেশের শিক্ষাব্যবস্থায় এই অবস্থা হলে দেশটা কোন দিকে যাচ্ছে আমাদের বলার অপেক্ষা রাখে না।’ 

শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক কনোজ কান্তি রায় বলেন, ‘এই প্রশাসন মুনাফার খায়েশ মেটানোর জন্য শিফট বৈষম্য টিকিয়ে রাখে এবং প্রতি বছর ভর্তির ফরমের দাম বৃদ্ধি করে। সারা দেশে এখন মন্দা, দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি। এই অবস্থায় যদি ফরমের দাম বৃদ্ধি করা হয় তাহলে একজন দিনমজুরের সন্তানের সম্ভাবনা নষ্ট করে দেওয়া হবে। শিফট পদ্ধতি এবং ভর্তি পরীক্ষার আবেদন ফি এর দাম বৃদ্ধির যে সংস্কৃতি তা ভেঙে দিতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যবসায়ীকে বালুতে পুঁতে রেখে ‘৪ কোটি টাকা আদায়’

সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে: সামান্তা শারমিন

অবরোধকারীদের ‘ভুয়া’ আখ্যা দিয়ে ‘প্রকৃত জুলাই যোদ্ধাদের’ হামলা, পুলিশের লাঠিপেটায় শাহবাগ ফাঁকা

আরও বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

একে একে আট বিয়ে, নয়বারের বেলায় গ্রেপ্তার ‘লুটেরা দুলহান’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত