অনলাইন ডেস্ক
২০২৪ সালে ২৩৪ জন শিশু ধর্ষণের শিকার হয়েছে। এর বিপরীতে মামলা হয়েছে ১৯৭টি। এ ছাড়া গত বছর ৯০ শিশু যৌন নির্যাতনের শিকার হয়। যার মধ্যে মাত্র ৭টি ঘটনায় মামলা হয়েছে।
আজ বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আইন ও সালিশ কেন্দ্র (আসক) আয়োজিত ‘শিশু যৌন শোষণের বিরুদ্ধে জাতীয় কর্মপরিকল্পনা’বিষয়ক এক মতবিনিময় সভায় এসব তথ্য উপস্থাপন করা হয়।
সভায় শিশু যৌন শোষণ প্রতিরোধে বিভিন্ন আইন ও বর্তমান প্রেক্ষাপট তুলে ধরেন আইন ও সালিশ কেন্দ্র (আসক) প্রজেক্ট ম্যানেজার মো. রোকনুজ্জামান।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং শিশু একাডেমির মহাপরিচালক তানিয়া খান বলেন, ‘সরকার ডিএনও টেস্ট ল্যাবরেটরিকে আরও কার্যকর করার উদ্যোগ নিয়েছে। আমাদের সমাজে শিশুদের প্রতি যৌন নিপীড়নের বিষয়টি লুকিয়ে রাখা হয়। এই প্রবণতা থেকে বের হয়ে এই ধরনের ঘটনাগুলো প্রকাশ করা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে রিপোর্ট করা প্রয়োজন। এ ছাড়া শিশুদের যৌন নিপীড়নের বিষয়টি উল্লেখ করলে সাধারণত কন্যাশিশুর ওপর নিপীড়নের কথা আমরা বুঝে থাকি। কিন্তু সাম্প্রতিক সময়ে ছেলে শিশুদের ওপরও যৌন নিপীড়নের ঘটনা ঘটছে।’
অন্যান্য বক্তারা শিশু সুরক্ষায় সরকারি ও বেসরকারি-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিশু যৌন শোষণ প্রতিরোধে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি গ্রহণেরও আহ্বান জানান তাঁরা।
আলোচনায় শিশুদের বিভিন্ন বিষয় সচেতনতার পাশাপাশি অভিভাবকদের সংশ্লিষ্ট বিষয়ে সচেতন কারার কর্মসূচি গ্রহণ করার অনুরোধ করেন। শিশু সুরক্ষায় সরকারি পর্যাপ্ত বরাদ্দ না থাকায় সঠিকভাবে সেবা প্রদান করা যাচ্ছে না বলে মত দেন।
আসকের নির্বাহী পরিষদের সদস্য ও উপদেষ্টা মাবরুক মোহাম্মদের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি এম সাখাওয়াত হোসেন, মহিলাবিষয়ক অধিদপ্তরের সহকারী পরিচালক নার্গিস সুলতানা (জেবা), বিশ্বজিৎ দাস, টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জাহিদ হোসেন চৌধুরী। সভায় শিশু যৌন শোষণের বিরুদ্ধে জাতীয় কর্মপরিকল্পনাবিষয়ক আলোচনা করেন টেরে ডেস হোমসের কান্ট্রি ডিরেক্টর মাহমুদুল কবির।
২০২৪ সালে ২৩৪ জন শিশু ধর্ষণের শিকার হয়েছে। এর বিপরীতে মামলা হয়েছে ১৯৭টি। এ ছাড়া গত বছর ৯০ শিশু যৌন নির্যাতনের শিকার হয়। যার মধ্যে মাত্র ৭টি ঘটনায় মামলা হয়েছে।
আজ বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আইন ও সালিশ কেন্দ্র (আসক) আয়োজিত ‘শিশু যৌন শোষণের বিরুদ্ধে জাতীয় কর্মপরিকল্পনা’বিষয়ক এক মতবিনিময় সভায় এসব তথ্য উপস্থাপন করা হয়।
সভায় শিশু যৌন শোষণ প্রতিরোধে বিভিন্ন আইন ও বর্তমান প্রেক্ষাপট তুলে ধরেন আইন ও সালিশ কেন্দ্র (আসক) প্রজেক্ট ম্যানেজার মো. রোকনুজ্জামান।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং শিশু একাডেমির মহাপরিচালক তানিয়া খান বলেন, ‘সরকার ডিএনও টেস্ট ল্যাবরেটরিকে আরও কার্যকর করার উদ্যোগ নিয়েছে। আমাদের সমাজে শিশুদের প্রতি যৌন নিপীড়নের বিষয়টি লুকিয়ে রাখা হয়। এই প্রবণতা থেকে বের হয়ে এই ধরনের ঘটনাগুলো প্রকাশ করা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে রিপোর্ট করা প্রয়োজন। এ ছাড়া শিশুদের যৌন নিপীড়নের বিষয়টি উল্লেখ করলে সাধারণত কন্যাশিশুর ওপর নিপীড়নের কথা আমরা বুঝে থাকি। কিন্তু সাম্প্রতিক সময়ে ছেলে শিশুদের ওপরও যৌন নিপীড়নের ঘটনা ঘটছে।’
অন্যান্য বক্তারা শিশু সুরক্ষায় সরকারি ও বেসরকারি-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিশু যৌন শোষণ প্রতিরোধে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি গ্রহণেরও আহ্বান জানান তাঁরা।
আলোচনায় শিশুদের বিভিন্ন বিষয় সচেতনতার পাশাপাশি অভিভাবকদের সংশ্লিষ্ট বিষয়ে সচেতন কারার কর্মসূচি গ্রহণ করার অনুরোধ করেন। শিশু সুরক্ষায় সরকারি পর্যাপ্ত বরাদ্দ না থাকায় সঠিকভাবে সেবা প্রদান করা যাচ্ছে না বলে মত দেন।
আসকের নির্বাহী পরিষদের সদস্য ও উপদেষ্টা মাবরুক মোহাম্মদের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি এম সাখাওয়াত হোসেন, মহিলাবিষয়ক অধিদপ্তরের সহকারী পরিচালক নার্গিস সুলতানা (জেবা), বিশ্বজিৎ দাস, টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জাহিদ হোসেন চৌধুরী। সভায় শিশু যৌন শোষণের বিরুদ্ধে জাতীয় কর্মপরিকল্পনাবিষয়ক আলোচনা করেন টেরে ডেস হোমসের কান্ট্রি ডিরেক্টর মাহমুদুল কবির।
রাজশাহীর একটি সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষে অধ্যয়নরত এক ছাত্রীর করা মামলায় মুন্নাকে গ্রেপ্তার করা হয়েছে। গত বছরের ১১ জুলাই অভিযুক্ত মুন্না ইমেইলে ওই ছাত্রীর কাছে তাঁর একটি সম্পাদিত (এডিট) নগ্ন ছবি পাঠিয়ে হুমকি দিয়েছিলেন।
৩১ মিনিট আগেঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শাহে আলম মুরাদকে গ্রেপ্তার করেছে ডিবি।
১ ঘণ্টা আগেকাজ শেষ না করেই ঠিকাদারি প্রতিষ্ঠানকে আড়াই হাজার কোটি টাকার বেশি বিল পরিশোধ করা এবং এক হাজার ১০১ কোটি টাকা ব্যয়ে গরমিল পায় তদন্ত কমিটি। সর্বশেষ দুদক বিষয়টি তদন্ত করে এর সত্যতা পেয়ে দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা করে। পিরোজপুর এলজিইডি কার্যালয় ও জেলা হিসাব রক্ষণ কার্যালয়ের কর্মকর্তাদের...
২ ঘণ্টা আগেগাজীপুরের শ্রীপুরে বৃষ্টিতে ভিজে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে উপজেলার জৈনা বাজার এলাকার এইচডিএফ অ্যাপারেলস কারখানার শ্রমিকেরা এই অবরোধ ও বিক্ষোভ করেন...
২ ঘণ্টা আগে