Ajker Patrika

কেন্দ্রীয় কারাগারের দোহারের এক হাজতির মৃত্যু

দোহার (ঢাকা) প্রতিনিধি
কেন্দ্রীয় কারাগারের দোহারের এক হাজতির মৃত্যু

ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের রমিজ উদ্দিন (৬১) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

মৃত রমিজ উদ্দিনের বাড়ি দোহারের নয়াবাড়ি ইউনিয়নের নয়াডাঙ্গী গ্রামের তিনি সকিমউদ্দিনের ছেলে। তিনি ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। 

ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ চন্দ্র জানান, রমিজ উদ্দিন দোহার থানার একটি মামলায় পাঁচ বছরের সাজা হয়েছিল। তিনি শ্বাসকষ্ট রোগে ভুগছিলেন। মঙ্গলবার সকালে তাঁর স্বাস্থ্যের অবনতি হলে দ্রুত হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়। নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

আজ বুধবার ময়নাতদন্ত শেষে সরকারি নিয়ম অনুযায়ী তাঁর মরদেহ গ্রামের বাড়ি দোহারের নয়াবাড়ির নয়াডাঙ্গী যাবে। সেখানে রাত ৮টায় পর বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে শিলাকোঠা কবরস্থানে দাফন করা হবে। মৃত রমিজউদ্দিনের একমাত্র ছেলে ইলিয়াস হোসাইন জনি আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেন।  

উল্লেখ্য, মৃত রমিজউদ্দিনের সাজা আগামী মার্চ মাসে শেষ হওয়ার কথা ছিল। গত বছরের ১৫ মে দেশের এটিএন নিউজের আয়োজনে কারাগারের হাজতিদের নিয়ে ‘কারা কণ্ঠ গাও খাঁচার পাখি গাও’ অনুষ্ঠিত একটি গানের অনুষ্ঠানে গান গেয়ে সকলের মন জয় করেন তিনি। অনুষ্ঠানে তিনি তৃতীয় স্থান অধিকার করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত