Ajker Patrika

কেরানীগঞ্জে যুবক হত্যার দায়ে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কেরানীগঞ্জে যুবক হত্যার দায়ে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

কেরানীগঞ্জে ওয়াসিম নামে এক যুবককে জবাই করে হত্যার দায়ে চারজনকে মৃত্যুদণ্ড দণ্ডিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফাইজুন্নেছা এই রায় দেন। 

মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিরা হলেন-মো. আব্দুল বাতেন, মো. জাহাঙ্গীর আলম, পলক রহমান ওরফে ডেঞ্জার সাগর ও পাপ্পু। এদের মধ্যে জাহাঙ্গীর ও পাপ্পু পলাতক রয়েছেন। 

কারাগারে থাকা দুই আসামিকে আদালতে হাজির করা হয়। এরপর তাঁদের উপস্থিতিতে আদালত এ রায় ঘোষণা করেন। রায় শেষে সাজা পরোয়ানাসহ তাঁদের আবার কারাগারে পাঠানো হয়। পলাতকেরা গ্রেপ্তার হওয়ার পর তাঁদের দণ্ড কার্যকর হবে বলে আদালত রায়ে উল্লেখ করেছেন। তবে তার আগে হাইকোর্টে অনুমোদন নিতে হবে। 

ঘটনার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ৪ এপ্রিল কেরানীগঞ্জ মডেল থানা এলাকার আগানগর বাঁশপট্টির পল্লী বিদ্যুৎ সমিতির পাওয়ার স্টেশনের পেছন থেকে ওয়াসিম নামের এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওই দিনই পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে মামলা দায়ের করেন। 

পরে তদন্তকালে জানা যায়, বাঁশপট্টির জাহাঙ্গীর আলম ও নিহত ওয়াসিমের মধ্যে স্থানী একটি ক্লাব নিয়ে দ্বন্দ্ব ছিল। ওই দ্বন্দ্বের জেরে আগের রাতে বাবুবাজার থেকে ওয়াসিমকে ডেকে আনা হয়। পলাশ নামের একজনের কারখানার ভেতরে তাঁর হাত পা বেঁধে গলা কেটে হত্যা করা হয়। এরপর মরদেহ ফেলে দেওয়া হয়। 

তদন্তে আরও জানা যায়, আসামি জাহাঙ্গীর আলম অন্য আসামি বাতেনকে টাকার বিনিময়ে ওয়াসিমকে খুন করার চুক্তি করে। ওই চুক্তি মোতাবেক দণ্ডপ্রাপ্ত চার আসামি ও সজিব নামের একজন ওয়াসিমকে খুন করেন। সজিব শিশু হওয়ায় তার বিচার শিশু আদালতে চলছে। 

২০২১ সালের ২৪ জানুয়ারি আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। বিচার চলাকালীন ২৪ সাক্ষীর মধ্যে ১৭ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত