Ajker Patrika

ঘাটাইলের নতুন ইউএনও মুনিয়া চৌধুরী

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
ঘাটাইলের নতুন ইউএনও মুনিয়া চৌধুরী

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে নতুন নিয়োগ পেয়েছেন মুনিয়া চৌধুরী। গতকাল রোববার তিনি বিদায়ী ইউএনও মো. সোহাগ হোসেনের স্থলাভিষিক্ত হন। মুনিয়া চৌধুরী ৩৪ তম বিসিএস (প্রশাসন) ক্যাডার। 

মুনিয়া চৌধুরীর স্বামী আশরাফ সাদেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক। তাঁর বাবা সাবেক সচিব চৌধুরী বাবুল হাসান এবং মা শাহীনা চৌধুরী একজন গৃহিণী। মুনিয়া চৌধুরীরা তিন বোন এক ভাই। 

 ৩৪ তম বিসিএস পরীক্ষায় প্রশাসন ক্যাডারে প্রথম হয়েছিলেন মুনিয়া চৌধুরী। ২৭৯ জনের মধ্যে তিনি প্রথম হন। মুনিয়া চৌধুরী ২০০৮ সালে এইচএসসির পর সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দিয়ে ব্যক্তিগত কারণে ১০ দিনের মাথায় চলে আসেন। ওই বছরই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে ভর্তি হন। সেখান থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেন। 

গতকাল রোববার সন্ধ্যায় তিনি বিদায়ী ইউএনও মো. সোহাগ হোসেনের কাছে থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম ও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছেন বিএসবির বাশার

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত