Ajker Patrika

শাহজালাল বিমানবন্দরে ৪ কোটি টাকার স্বর্ণসহ যাত্রী গ্রেপ্তার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
শাহজালাল বিমানবন্দরে ৪ কোটি টাকার স্বর্ণসহ যাত্রী গ্রেপ্তার

ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় চার কোটি টাকা মূল্যের স্বর্ণসহ মো. সালাহ উদ্দিন নামে এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। 

বিমানবন্দরে ইমিগ্রেশনের পর গতকাল শনিবার দুপুরে ওই যাত্রীকে আটক করে। পরে আজ রোববার দুপুরে আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. মিনহাজ উদ্দিন।

আটক হওয়া ওই যাত্রীর বাড়ি ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলায়। আটককালে তার কাছ থেকে ৪১টি স্বর্ণের বার ও ৯৭ গ্রাম স্বর্ণঙ্কার জব্দ করা হয়।

অতিরিক্ত মহাপরিচালক মিনহাজ উদ্দিন বলেন, ‘দুবাই থেকে শনিবার বেলা ১১টার দিকে বিমানবন্দরে অবতরণ করেন সালাহ উদ্দিন। পরে বিমানবন্দরের ইমিগ্রেশন সম্পন্ন করার পর তাকে দুপুর সাড়ে ১২টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে আটক করা হয়। আটককালে তার সঙ্গে থাজা লাগেজের ভেতর থেকে ৪১টি স্বর্ণের বার ও ৯৭ গ্রাম ওজনের স্বর্ণালঙ্কার জব্দ করা হয়েছে। স্বর্ণের দাম আনুমানি ৪ কোটি টাকা। এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত