ঢাবি প্রতিনিধি
বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপি নেতা-কর্মী ও পুলিশের সংঘর্ষের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে মৌন অবস্থান কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদ ও ইসলামি মূল্যবোধে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন সাদা দল।
সাদা দলের কর্মসূচির বিষয়ে জানতে পেরে একই স্থানে ‘২০১৩,১৪ ও ১৫ সালে বিএনপি-জামাত কর্তৃক জ্বালাও-পোড়াও অগ্নিসন্ত্রাসে মানুষ হত্যার রাজনীতি’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী করেন ছাত্রলীগের উপ-সমাজসেবা সম্পাদক ও ডাকসুর সাবেক সদস্য তানভীর হাসান সৈকত।
নয়াপল্টনে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা, গ্রেপ্তার এবং বিএনপি নেতাকে গুলি করে হত্যা করার প্রতিবাদ জানিয়ে ১০ ডিসেম্বরের বিএনপির মহাসমাবেশে সমর্থন জানিয়ে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার আহবান জানিয়ে মৌন অবস্থান কর্মসূচি করে সাদা দল।
সাদা দলের আহবায়ক অধ্যাপক ড. মো. লুৎফর রহমান বলেন, ‘সভা সমাবেশ করার অধিকার গণতান্ত্রিক অধিকার। আমরা আশা রাখবো সরকার সকলের জানমালের নিরাপত্তা নিশ্চিত করবে, গণতান্ত্রিক পরিবেশে সবাই যার যার অবস্থান থেকে। কর্মসূচি পালন করতে পারবে।’
অধ্যাপক লুৎফুর রহমানের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম, অধ্যাপক আবুল কালাম সরকার, সহযোগী অধ্যাপক মিজানুর রহমান, সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম, অধ্যাপক যোবায়ের এহসান চৌধুরী, অধ্যাপক শাহ ইমরান, অধ্যাপক দেবাশীষ পাল, অধ্যাপক আখতার হোসেন খান, অধ্যাপক আব্দুস সালামসহ সাদা দলের প্রায় ৩৫ জন শিক্ষক উপস্থিত ছিলেন।
এর আগে সকালে অপরাজেয় বাংলার সামনে বিএনপি-জামায়াতের সরকার বিরোধী আন্দোলনে আগুনে পুড়ে নিহত-আহতদের তথ্যচিত্র প্রদর্শনী করেন ছাত্রলীগ নেতা তানভীর হাসান সৈকত।
সৈকত বলেন, ‘প্রতিবাদে অংশ নেওয়া শিক্ষকদের বিবেককে নাড়া দিতে আগুন সন্ত্রাসের নামে বিএনপি-জামাতের মানুষ হত্যার আলোকচিত্র প্রদর্শনী আয়োজন করেছি।’
বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপি নেতা-কর্মী ও পুলিশের সংঘর্ষের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে মৌন অবস্থান কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদ ও ইসলামি মূল্যবোধে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন সাদা দল।
সাদা দলের কর্মসূচির বিষয়ে জানতে পেরে একই স্থানে ‘২০১৩,১৪ ও ১৫ সালে বিএনপি-জামাত কর্তৃক জ্বালাও-পোড়াও অগ্নিসন্ত্রাসে মানুষ হত্যার রাজনীতি’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী করেন ছাত্রলীগের উপ-সমাজসেবা সম্পাদক ও ডাকসুর সাবেক সদস্য তানভীর হাসান সৈকত।
নয়াপল্টনে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা, গ্রেপ্তার এবং বিএনপি নেতাকে গুলি করে হত্যা করার প্রতিবাদ জানিয়ে ১০ ডিসেম্বরের বিএনপির মহাসমাবেশে সমর্থন জানিয়ে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার আহবান জানিয়ে মৌন অবস্থান কর্মসূচি করে সাদা দল।
সাদা দলের আহবায়ক অধ্যাপক ড. মো. লুৎফর রহমান বলেন, ‘সভা সমাবেশ করার অধিকার গণতান্ত্রিক অধিকার। আমরা আশা রাখবো সরকার সকলের জানমালের নিরাপত্তা নিশ্চিত করবে, গণতান্ত্রিক পরিবেশে সবাই যার যার অবস্থান থেকে। কর্মসূচি পালন করতে পারবে।’
অধ্যাপক লুৎফুর রহমানের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম, অধ্যাপক আবুল কালাম সরকার, সহযোগী অধ্যাপক মিজানুর রহমান, সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম, অধ্যাপক যোবায়ের এহসান চৌধুরী, অধ্যাপক শাহ ইমরান, অধ্যাপক দেবাশীষ পাল, অধ্যাপক আখতার হোসেন খান, অধ্যাপক আব্দুস সালামসহ সাদা দলের প্রায় ৩৫ জন শিক্ষক উপস্থিত ছিলেন।
এর আগে সকালে অপরাজেয় বাংলার সামনে বিএনপি-জামায়াতের সরকার বিরোধী আন্দোলনে আগুনে পুড়ে নিহত-আহতদের তথ্যচিত্র প্রদর্শনী করেন ছাত্রলীগ নেতা তানভীর হাসান সৈকত।
সৈকত বলেন, ‘প্রতিবাদে অংশ নেওয়া শিক্ষকদের বিবেককে নাড়া দিতে আগুন সন্ত্রাসের নামে বিএনপি-জামাতের মানুষ হত্যার আলোকচিত্র প্রদর্শনী আয়োজন করেছি।’
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। গতকাল শুক্রবার রাত ১২টা থেকে এই পথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। আজ শনিবার সকাল ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল।
১৬ মিনিট আগেমাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পূর্ব রাস্তি এলাকায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৮ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৮ ঘণ্টা আগে