Ajker Patrika

রাজধানীতে বাবার বিরুদ্ধে ছেলেকে পিটিয়ে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীতে বাবার বিরুদ্ধে ছেলেকে পিটিয়ে হত্যার অভিযোগ

রাজধানীর মিরপুর পল্লবীতে বাবার বিরুদ্ধে ছেলেকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত শিশুর নাম মো. জুবায়ের (৮)। আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে পল্লবী থানা-পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে বাবার বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। 

শিশুটিকে পিটিয়ে হত্যার অভিযোগে বাবা মো. সেলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি নরসিংদী সদর উপজেলায়। 

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় আজকের পত্রিকাকে পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মোখলেসুর রহমান এসব তথ্য জানান। 

মোখলেসুর রহমান বলেন, শিশু জুবায়ের বাবা সেলিম মিয়ার সঙ্গে মিরপুর ১১ নম্বর সেকশন পলাশ নগর এলাকায় থাকত। বেশ কিছুদিন আগে জুবায়েরের মা জুবেদা বেগমের সঙ্গে সেলিমের তালাক হয়। এরপর থেকে জুবায়ের বাবার সঙ্গেই থাকত। বুধবার রাতে কোনো কারণে উত্তেজিত হয়ে সেলিম তার ৮ বছরের শিশুকে মারধর করে। এতে শিশুটি অসুস্থ হয়ে পড়ে। বৃহস্পতিবার সকালে প্রতিবেশীদের চাপের মুখে শিশুটিকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশু জুবায়ের। 

মোখলেসুর রহমান আরও বলেন, শিশুর শরীরের বিভিন্ন জায়গায় মারধরের আঘাত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। শিশুটিকে পিটিয়ে হত্যার ঘটনায় শিশুটির বাবা মো. সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যাত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

নিহত ১১, আহত ৫০, ভারতের সেই মাঠ থেকে সরে যেতে পারে বিশ্বকাপ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত