রাজবাড়ী প্রতিনিধি
ঘন কুয়াশার কারণে পদ্মার দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল ৩ ঘণ্টা বন্ধ থাকার পর আবার শুরু হয়েছে।
শুক্রবার ভোর সাড়ে ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে গেলে ঘাট এলাকায় যানবাহনে আটকে পড়ায় ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা।
কুয়াশা কেটে যাওয়ার পর সকাল সাড়ে ৮টায় ফেরি চলাচল আবার শুরু হয় বলে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান।
আজকের পত্রিকাকে তিনি বলেন, কুয়াশায় নদীপথ দৃষ্টিসীমার বাইরে চলে যায়। দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। ফেরি বন্ধ থাকায় কিছু যানবাহন আটকা পড়ে। তবে যানবাহনের বেশি চাপ না থাকায় ঘাট এলাকায় জট সৃষ্টি হয়নি।
এবারের শীত মৌসুমের শুরু থেকে ঘন কুয়াশার কারণে কখনো কখনো ফেরি চলাচল বন্ধ থাকছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে। কখনো মধ্য রাত, কখনো ভোর রাত থেকে বন্ধ থাকছে এই ফেরি চলাচল।
সকাল ৮টার দিকে ফেরিঘাটে কথা হয় যশোর থেকে আসা ট্রাক চালক সবুজ মিয়ার সঙ্গে। তিনি বলেন, ভোর থেকে ফেরি ছাড়ার অপেক্ষায় আছি। ঘাটে আসার পরপরই কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। ফেরি চললে এতক্ষণে ঢাকায় পৌঁছে যেতাম।
রাবেয়া পরিবহনের যাত্রী শফিকুল ইসলাম বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট শীত মৌসুমে ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। কুয়াশায় কখন ফেরি চলাচল বন্ধ হয়ে যাবে সেটা কেউ জানেন না।
আরেক যাত্রী কুলসুম বেগম এ সময় বলেন, সকাল থেকে ঘাটে আটকে আছি। ঘাট এলাকায় প্রচণ্ড ঠান্ডা আর হিমেল বাতাস বইছে। তীব্র শীতে অনেক কষ্ট হচ্ছে।
ঘন কুয়াশার কারণে পদ্মার দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল ৩ ঘণ্টা বন্ধ থাকার পর আবার শুরু হয়েছে।
শুক্রবার ভোর সাড়ে ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে গেলে ঘাট এলাকায় যানবাহনে আটকে পড়ায় ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা।
কুয়াশা কেটে যাওয়ার পর সকাল সাড়ে ৮টায় ফেরি চলাচল আবার শুরু হয় বলে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান।
আজকের পত্রিকাকে তিনি বলেন, কুয়াশায় নদীপথ দৃষ্টিসীমার বাইরে চলে যায়। দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। ফেরি বন্ধ থাকায় কিছু যানবাহন আটকা পড়ে। তবে যানবাহনের বেশি চাপ না থাকায় ঘাট এলাকায় জট সৃষ্টি হয়নি।
এবারের শীত মৌসুমের শুরু থেকে ঘন কুয়াশার কারণে কখনো কখনো ফেরি চলাচল বন্ধ থাকছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে। কখনো মধ্য রাত, কখনো ভোর রাত থেকে বন্ধ থাকছে এই ফেরি চলাচল।
সকাল ৮টার দিকে ফেরিঘাটে কথা হয় যশোর থেকে আসা ট্রাক চালক সবুজ মিয়ার সঙ্গে। তিনি বলেন, ভোর থেকে ফেরি ছাড়ার অপেক্ষায় আছি। ঘাটে আসার পরপরই কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। ফেরি চললে এতক্ষণে ঢাকায় পৌঁছে যেতাম।
রাবেয়া পরিবহনের যাত্রী শফিকুল ইসলাম বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট শীত মৌসুমে ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। কুয়াশায় কখন ফেরি চলাচল বন্ধ হয়ে যাবে সেটা কেউ জানেন না।
আরেক যাত্রী কুলসুম বেগম এ সময় বলেন, সকাল থেকে ঘাটে আটকে আছি। ঘাট এলাকায় প্রচণ্ড ঠান্ডা আর হিমেল বাতাস বইছে। তীব্র শীতে অনেক কষ্ট হচ্ছে।
বরিশালের হিজলায় প্রায় দেড় কোটি টাকার হাট-বাজার ইজারা কার্যক্রম প্রস্তুত করতে গিয়ে শিডিউল জমাই দিতে পারেনি ঠিকাদারেরা। স্থানীয় বিএনপির একটি পক্ষ উপজেলার ২০টি হাট-বাজারের শিডিউল প্রস্তুত প্রক্রিয়ায় নামে। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তুতি সম্পন্ন করতে পারেনি তারা।
১ ঘণ্টা আগেবিভাগীয় শহর রংপুরে গত দেড় দশকে মানুষের পাশাপাশি বেড়েছে যানবাহনের চাপ। কিন্তু ট্রাফিক ব্যবস্থার তেমন উন্নতি হয়নি। এতে তীব্র যানজটে দুর্ভোগে পড়তে হয় নগরবাসীকে। এ অবস্থা থেকে উত্তরণে তিন বছর আগে ৩৪ লাখ টাকা ব্যয়ে নগরীতে ডিজিটাল ট্রাফিক সিগন্যাল স্থাপন করা হলেও তা কাজে আসছে না।
১ ঘণ্টা আগেএককালে ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহসভাপতি। বিএনপির সমর্থন নিয়ে হয়েছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানও। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ভিড়তে শুরু করেন শামীম ওসমানের সঙ্গে। ২০১৮ সালে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় তাঁকে দল থেকে বহিষ্কার করে বিএনপি।
১ ঘণ্টা আগেবিশাল সমুদ্রসৈকত। তারই এক পাশের মাটি কেটে বানানো হচ্ছে বাড়ি। কেউ আবার বাড়ির আদলে পুকুর কেটে রেখেছে। অনেকে মাটি কেটে নিজেদের সীমানা তৈরি করেছে। গত ৫ আগস্ট রাজনীতির পটপরিবর্তনের পর পর্যটন সম্ভাবনাময় এলাকা নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপ সৈকতের চিত্র এটি। সেখানে চলছে সৈকতের জায়গা দখলের
১ ঘণ্টা আগে