নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সহিংসতা ও ইউএনওর সরকারি বাসভবনে হামলার ঘটনায় বরিশাল সিটি করপোরেশনের কাউন্সিলর শেখ সাইদ আহমেদ মান্নাকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। রাজধানীর মোহাম্মদপুর থেকে গতকাল শুক্রবার দিবাগত রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এর আগে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তাঁকে বোনের বাসা থেকে তুলে নেওয়ার অভিযোগ করেছিল সাইদ আহমেদের পরিবার। সাইদ আহমেদ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
সাইদ আহমেদ খানের বড় ভাই শেখ মাসুদ আহমেদ গণমাধ্যমকে জানিয়েছিলেন, শুক্রবার রাত পৌনে ১০টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের শিয়া মসজিদসংলগ্ন বোনের বাসা থেকে সাদা পোশাকধারীরা কাউন্সিলর শেখ সাইয়েদ আহমেদকে ধরে নিয়ে যান।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক আ ন ম ইমরান খান আজকের পত্রিকাকে বলেন, বরিশালের মামলায় শুক্রবার দিবাগত রাতে গ্রেপ্তার হন সাইদ আহমেদ। বরিশাল সদর থানায় সম্প্রতি দায়ের হওয়া হামলা ও সহিংসতার মামলার এজাহার নামীয় দুই নম্বর আসামি তিনি। নিয়ম অনুযায়ী তাঁকে বরিশাল সদর থানায় হস্তান্তর করা হবে।
বরিশাল কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন আজকের পত্রিকাকে বলেন, আমরা জেনেছি, সাইদ আহমেদ ঢাকায় গ্রেপ্তার হয়েছেন। তবে অফিশিয়ালি এখন পর্যন্ত বিষয়টি জানানো হয়নি। আসামিকে বরিশালে হস্তান্তর করার ব্যাপারে তিনি বলেন, আসামিকে আমাদের কাছে হস্তান্তর করতে পারে। আবার ঢাকার আদালতেও হস্তান্তর করতে পারে। এখন পর্যন্ত বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হয়নি।
গত বুধবার বরিশাল নগরের সিঅ্যান্ডবি রোড এলাকা এবং সদর উপজেলা পরিষদ এলাকায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা কর্মীদের সঙ্গে আনসার ও পুলিশ সদস্যদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ইউএনও এবং পুলিশ বাদী হয়ে থানায় দুটি মামলা করেছে। দুটি মামলাতেই সিটি করপোরেশনের মেয়র সাদিক আবদুল্লাহকে প্রধান আসামি করা হয়। সংঘর্ষের ঘটনায় থানা–পুলিশের মামলায় দুই নম্বর আসামি কাউন্সিলর শেখ সাইয়েদ আহমেদ।
আরও পড়ুন
সহিংসতা ও ইউএনওর সরকারি বাসভবনে হামলার ঘটনায় বরিশাল সিটি করপোরেশনের কাউন্সিলর শেখ সাইদ আহমেদ মান্নাকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। রাজধানীর মোহাম্মদপুর থেকে গতকাল শুক্রবার দিবাগত রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এর আগে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তাঁকে বোনের বাসা থেকে তুলে নেওয়ার অভিযোগ করেছিল সাইদ আহমেদের পরিবার। সাইদ আহমেদ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
সাইদ আহমেদ খানের বড় ভাই শেখ মাসুদ আহমেদ গণমাধ্যমকে জানিয়েছিলেন, শুক্রবার রাত পৌনে ১০টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের শিয়া মসজিদসংলগ্ন বোনের বাসা থেকে সাদা পোশাকধারীরা কাউন্সিলর শেখ সাইয়েদ আহমেদকে ধরে নিয়ে যান।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক আ ন ম ইমরান খান আজকের পত্রিকাকে বলেন, বরিশালের মামলায় শুক্রবার দিবাগত রাতে গ্রেপ্তার হন সাইদ আহমেদ। বরিশাল সদর থানায় সম্প্রতি দায়ের হওয়া হামলা ও সহিংসতার মামলার এজাহার নামীয় দুই নম্বর আসামি তিনি। নিয়ম অনুযায়ী তাঁকে বরিশাল সদর থানায় হস্তান্তর করা হবে।
বরিশাল কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন আজকের পত্রিকাকে বলেন, আমরা জেনেছি, সাইদ আহমেদ ঢাকায় গ্রেপ্তার হয়েছেন। তবে অফিশিয়ালি এখন পর্যন্ত বিষয়টি জানানো হয়নি। আসামিকে বরিশালে হস্তান্তর করার ব্যাপারে তিনি বলেন, আসামিকে আমাদের কাছে হস্তান্তর করতে পারে। আবার ঢাকার আদালতেও হস্তান্তর করতে পারে। এখন পর্যন্ত বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হয়নি।
গত বুধবার বরিশাল নগরের সিঅ্যান্ডবি রোড এলাকা এবং সদর উপজেলা পরিষদ এলাকায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা কর্মীদের সঙ্গে আনসার ও পুলিশ সদস্যদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ইউএনও এবং পুলিশ বাদী হয়ে থানায় দুটি মামলা করেছে। দুটি মামলাতেই সিটি করপোরেশনের মেয়র সাদিক আবদুল্লাহকে প্রধান আসামি করা হয়। সংঘর্ষের ঘটনায় থানা–পুলিশের মামলায় দুই নম্বর আসামি কাউন্সিলর শেখ সাইয়েদ আহমেদ।
আরও পড়ুন
বরিশাল সদর উপজেলার কাশিপুরে লিটন সিকদার (৩৮) নামে এক স্বেচ্ছাসেবক দল নেতাকে বাড়িতে আটকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ সময় লিটনের ভাই, বোন ও মাকেও পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়। তাদের বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৩ মিনিট আগেনিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের ব্যানারে সরকারবিরোধী গোপন বৈঠক, শেখ হাসিনার ‘প্রত্যাবর্তন পরিকল্পনা’ ও রাজধানীতে প্রশিক্ষণমূলক কর্মকাণ্ড—সব মিলিয়ে ফের সরব হয়ে উঠেছে রাজনৈতিক নিষেধাজ্ঞা উপেক্ষাকারী একটি শক্তি। এই অভিযোগে বসুন্ধরা আবাসিক এলাকার একটি কনভেনশন সেন্টার থেকে সংঘবদ্ধভাবে পরিকল্পনার অভি
৩১ মিনিট আগেকিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার ঐতিহাসিক কুতুব শাহী মসজিদের পাকা দানবাক্স ভেঙে টাকা নিয়ে গেছে চোরের দল। গতকাল বুধবার রাতের কোনো একসময়ে দুর্বৃত্তরা মসজিদের প্রধান ফটকের সামনে ওই দানবাক্স ভেঙে লক্ষাধিক টাকা নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
১ ঘণ্টা আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জুলাই স্মৃতিস্তম্ভ ‘অদম্য-২৪’ উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের পুরোনো ফজিলাতুন নেছা হলের সামনে স্তম্ভটি উদ্বোধন করেন শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। এটি দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভ বলে জানানো হয় অনুষ্ঠানে।
১ ঘণ্টা আগে