Ajker Patrika

অবহেলায় ছোট কাগজ প্রাঙ্গণ

শরীফ নাসরুল্লাহ, ঢাকা
অমর একুশে বইমেলার একটি স্টলে পছন্দের বই দেখছেন দুই তরুণী। গতকাল বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। ছবি: আজকের পত্রিকা
অমর একুশে বইমেলার একটি স্টলে পছন্দের বই দেখছেন দুই তরুণী। গতকাল বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। ছবি: আজকের পত্রিকা

বইমেলার সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের কাছে ‘ছোট কাগজ’ অর্থাৎ লিটল ম্যাগাজিনের স্টল। পাঠকের মূল স্রোত কখনোই এদিকে খুব একটা আসে না। যাঁরা আসেন, তাঁদের বেশির ভাগের উদ্দেশ্য এখানকার বেঞ্চিতে একটু জিরিয়ে নেওয়া বা ছবি তোলা। প্রতিষ্ঠান ও প্রথাবিরোধী সাহিত্যচর্চার প্রাঙ্গণ ছোট কাগজে একেবারে সাধারণ পাঠকের আগ্রহ বরাবরই কম। তবে তাদের ছোট হলেও প্রাণবন্ত এবং উৎসুক একটি পাঠকশ্রেণি আছে। বইমেলাসংশ্লিষ্ট কয়েকজন গতকাল রোববার বললেন, লিটল ম্যাগাজিনের আগের সে জৌলুশ নেই। মেলায় ছোট কাগজ চত্বর থাকে এক প্রান্তে, খুব কম পাঠকই তার খোঁজ পায়।

‘কবিতা সংক্রান্তি’র উপদেষ্টা সম্পাদক রনজু রাইম বলেন, ‘ছোট কাগজ সাহিত্যের একটি শক্তিশালী ধারা। তরুণেরা অনেক কষ্ট করে পকেটের পয়সা খরচ করে এগুলো বের করেন। কিন্তু মেলায় প্রতিবছর এমনভাবে একে উপস্থাপন করা হয় যে বাইরের একটা কিছু মনে হয়। পাঠকের মূল স্রোতের বাইরেই থেকে যায় এটি।’

রনজু রাইম মনে করিয়ে দেন, অনেক প্রতিষ্ঠিত কবি-সাহিত্যিক ছোট কাগজকে কেন্দ্র করে গড়ে উঠেছেন। তাই মেলার মূল অংশের মধ্যেই ছোট কাগজের স্থান হওয়া উচিত। তা না হলে সব ধরনের পাঠক-দর্শনার্থী এ সম্পর্কে জানবেন না।

বইমেলা শুধু বাংলা একাডেমিতে যখন হতো, তখন ‘বহেড়া তলা’ নামে পরিচিত একটি জায়গা ছিল ছোট কাগজের ঠিকানা। প্রাঙ্গণটি ঘিরে তরুণ কবি-সাহিত্যিকদের বেশ আড্ডা জমত তখন। এবারের মেলায় ছোট কাগজ এলাকায় আড্ডা তেমন জমেনি। ‘লোক’ পত্রিকার কর্মী আদনান শরীফ বললেন, ‘এবার পাঠক-ক্রেতার ভিড় খুব কম। কবি-সাহিত্যিকেরাও কম আসছেন।

লেখকেরা এখানে আড্ডা দিলে পাঠকও আসতেন।’

‘কালের ধ্বনি’র আসিফ মাহমুদ বলেন, ‘মাঝেমধ্যে পাঠক আসেন। আবার কোনো কোনো দিন খুবই খরা যায়।’

বাংলা একাডেমি বলছে, এবারের বইমেলায় ছোট কাগজগুলো স্টল পেয়েছে ১৩০টি। গতকাল মেলা ২৩ দিনে পড়লেও অনেক স্টল ফাঁকা দেখা গেল।

সামাজিক যোগাযোগমাধ্যমের প্রাধান্য, ক্ষুরধার লেখার অভাব, পৃষ্ঠপোষকতার সমস্যাসহ নানা কারণে ঝিমিয়ে পড়ছে ছোট কাগজ আন্দোলন—এমন পর্যবেক্ষণ ‘প্রান্তস্বর’ ও ‘বিবিধ’র সম্পাদক ইকতিজা আহসানের। তিনি বলেন, ‘ছোট কাগজ চত্বরে পাঠকের বিচরণ এবার গত বছরের থেকে কম। এর নানা কারণ রয়েছে। একসময় ছোট কাগজের যে প্রভাব ও রমরমা ছিল, তা এখন আর নেই। আর আগে কবি-সাহিত্যিকেরা যাঁরা এখানে লিখতেন, তাঁরা বইমেলার মূল স্টলের পাশাপাশি এখানে এসে আড্ডা দিতেন। তাতে অনেক পাঠক আসতেন। এখন বড় পত্রিকায় লেখার সুযোগ অবাধ হওয়ায় অনেকেই ছোট কাগজে লিখছেন না। অনেকে শুধু সামাজিক যোগাযোগমাধ্যমেই লিখছেন। ছোট কাগজের মানও নেমে যাচ্ছে।

নতুন বইয়ের খোঁজে

মুক্তিযুদ্ধের গল্প নিয়ে ভাবনা প্রকাশ বের করেছে মোজাম্মেল হক নিয়োগীর গল্পের বই ‘রক্তপ্রেমের গোধূলি’। যুদ্ধদিনের কাহিনির পাশাপাশি যুদ্ধের প্রেক্ষাপট এবং যুদ্ধ-পরবর্তী অনেক না বলা কথা উঠে এসেছে গল্পগুলোতে।

পাঁচ স্বাদের পাঁচটি গল্প নিয়ে ছোটদের বই ‘সেকেন্ড নিয়ে তুলকালাম’। গল্পগুলো রুশ ভাষা থেকে অনুবাদ করেছেন জাহীদ রেজা নূর। গল্পের সঙ্গে রয়েছে মজার সব ছবি। বের হয়েছে শৈশবপ্রকাশ থেকে।

জিনিয়াস পাবলিকেশনস থেকে এসেছে শরীফুল ইসলাম ভুঁইয়ার রোমান্টিক থ্রিলার উপন্যাস ‘মোহমেঘ ও রোদকন্যা’।

কথাপ্রকাশ থেকে বের হয়েছে আলোকচিত্র সাংবাদিক সাহাদাত পারভেজের ‘আলোকচিত্র পুরাণ: বাংলায় ফটোগ্রাফির আদি প্রবন্ধ’। বইটি মূলত সেকালের অবিভক্ত বাংলায় ফটোগ্রাফির প্রথম যুগের অগ্রপথিকদের লেখা প্রবন্ধ ও দুর্লভ ফটোগ্রাফি নিয়ে।

এ ছাড়া জ্ঞ্যানজ্যোতি প্রকাশনী থেকে এসেছে মনিরুল ইসলাম শ্রাবণের গল্পের বই ‘ছোট নদী ছোট ঢেউ’, সময় প্রকাশন থেকে মুনতাসীর মামুনের ‘জীবন এক রূপকথা’, প্রতিকথা থেকে নাজনীন সাথীর ‘বংগ-পুন্ড্র হতে লালমনিরহাট’।

গতকাল নতুন বই এসেছে ৬৭টি। মোট বই বেরিয়েছে ২৪২৩টি।

আয়োজন

মূল মঞ্চে অনুষ্ঠিত হয় ‘জুলাই অভ্যুত্থানে নারীরা: প্রিভিলেজের দায়’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন মির্জা তাসলিমা সুলতানা। আলোচনায় অংশগ্রহণ করেন শাওলী মাহবুব। সভাপতিত্ব করেন রেহনুমা আহমেদ।

তাসলিমা সুলতানা বলেন, আন্দোলন সফল হওয়ার পর গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্তসহ নানা পর্যায়ে নারীদের অনুপস্থিতি আমাদের মনে প্রশ্নের উদ্রেক করে। সমাজে বিদ্যমান আধিপত্যশীল পুরুষতান্ত্রিক ব্যবস্থা যদি নারীর রাজনৈতিক সক্রিয়তাকে অস্বীকার করে এবং দেশ গঠনের কাজে নারীর অংশগ্রহণে বাধা হয়ে দাঁড়ায়, তাহলে বৈষম্যহীন দেশ গড়ার আকাঙ্ক্ষা পূরণ হবে না।

সভাপতির বক্তব্যে রেহনুমা আহমেদ বলেন, ‘’২৪-এর গণ-অভ্যুত্থানে নারীরা প্রচণ্ড সাহসের সঙ্গে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন। জুলাইয়ের চেতনাকে ধারণ করেই আমরা সমাজে নারী-পুরুষের বৈষম্য, শ্রেণিবৈষম্য ও ধর্মীয়বৈষম্য সমাধানের দিকে অগ্রসর হব। তাহলেই আমরা বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব।’

‘লেখক বলছি’ মঞ্চে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন লেখক ও গবেষক ড. সুকোমল বড়ুয়া এবং গবেষক তাহমিদাল জামি।

আজ মেলা শুরু হবে বেলা ৩টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত। বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘জন্মশতবর্ষ: অমলেন্দু বিশ্বাস’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন সাইদুর রহমান লিপন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ইন্দোরে শ্লীলতাহানির শিকার অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটার

গ্রেপ্তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকা শিশুকে পুলিশের সামনেই চড়, সমালোচনার ঝড়

৬২০ টাকায় গরুর মাংস, মাইকিং করেও মিলছে না ক্রেতা

ইসকন নিষিদ্ধের দাবিতে মিছিলে রাইফেল দেখিয়ে আতঙ্ক সৃষ্টি, গ্রেপ্তার ১

আফগান সিরিজ দিয়ে সাত বছর পর ফিরেছেন জিম্বাবুয়ের ক্রিকেটার

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

আবু বাকেরকে লক্ষ্য করে ককটেল হামলার অভিযোগ, এনসিপির বিক্ষোভ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আবু বাকের মজুমদার। ফাইল ছবি
আবু বাকের মজুমদার। ফাইল ছবি

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস—রূপান্তরিত জাতীয় ছাত্রশক্তি) আহ্বায়ক আবু বাকের মজুমদার তাঁর মোটরসাইকেল লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন।

শনিবার (২৫ অক্টোবর) রাত ৮টার পর রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান তিনি।

রাত ৮টা ৩৪ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ব্যক্তিগত অ্যাকাউন্টে এক পোস্টে আবু বাকের মজুমদার লিখেছেন, ‘কিছুক্ষণ আগে ৮টা ২৩-২৪ মিনিটের সময় ইন্টারকন্টিনেন্টাল মোড়ে আমার বাইকের সামনে ককটেল মারা হয়েছে। রূপায়ণ টাওয়ারে সাংগঠনিক মিটিংয়ের উদ্দেশ্যে যাচ্ছিলাম। রাজনৈতিক কারণে এক্সটার্নাল এবং ইন্টারনাল অনেকের শত্রু হয়েছি। আলহামদুলিল্লাহ, এখনো সুস্থ আছি, দোয়া করবেন।’

হামলার প্রতিবাদে রাত ১০টার দিকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ইন্দোরে শ্লীলতাহানির শিকার অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটার

গ্রেপ্তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকা শিশুকে পুলিশের সামনেই চড়, সমালোচনার ঝড়

৬২০ টাকায় গরুর মাংস, মাইকিং করেও মিলছে না ক্রেতা

ইসকন নিষিদ্ধের দাবিতে মিছিলে রাইফেল দেখিয়ে আতঙ্ক সৃষ্টি, গ্রেপ্তার ১

আফগান সিরিজ দিয়ে সাত বছর পর ফিরেছেন জিম্বাবুয়ের ক্রিকেটার

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

মহাসড়কে কোনো অবৈধ যানবাহন চলতে পারবে না: বিআরটিএ চেয়ারম্যান

পঞ্চগড় প্রতিনিধি 
বিআরটিএর চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত
বিআরটিএর চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত

বিআরটিএর চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ বলেছেন, মহাসড়কে কোনো অবৈধ যানবাহন চলতে পারবে না। এ বিষয়ে পুলিশ, বিআরটিএসহ সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) রাতে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসন ও বিআরটিএ যৌথ আয়োজনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিআরটিএর চেয়ারম্যান বলেন, ‘কোনো লক্কড়ঝক্কড় গাড়ি আমরা মহাসড়কে চলতে দেব না। এ জন্য বিআরটিএ, প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর একসঙ্গে কাজ করছে। সরকারি গাড়িগুলোও ছাড় পাবে না, এমনকি আমি নিজেই বিআরটিএর গাড়ি ডাম্প করেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ইন্দোরে শ্লীলতাহানির শিকার অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটার

গ্রেপ্তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকা শিশুকে পুলিশের সামনেই চড়, সমালোচনার ঝড়

৬২০ টাকায় গরুর মাংস, মাইকিং করেও মিলছে না ক্রেতা

ইসকন নিষিদ্ধের দাবিতে মিছিলে রাইফেল দেখিয়ে আতঙ্ক সৃষ্টি, গ্রেপ্তার ১

আফগান সিরিজ দিয়ে সাত বছর পর ফিরেছেন জিম্বাবুয়ের ক্রিকেটার

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

যশোরে রান্নাঘরে পুঁতে রাখা পিস্তল উদ্ধার

­যশোর প্রতিনিধি
উদ্ধার করা পিস্তল। ছবি: সংগৃহীত
উদ্ধার করা পিস্তল। ছবি: সংগৃহীত

যশোর সদরে অভিযান চালিয়ে রান্নাঘরে পুঁতে রাখা বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায়উপজেলার দৌলতদিহির হুমায়ুন কবিরের বাড়ি থেকে পিস্তল উদ্ধার করা হয়।

কোতোয়ালি মডেল থানা-পুলিশ পিস্তলটি উদ্ধার করে। এ সময় অস্ত্রের মালিক শাকিল হোসেন পালিয়ে যান। শাকিল হুমায়ুন কবিরের ছেলে।

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি আবুল হাসনাত আজকের পত্রিকাকে বলেন, গোপন খবরের ভিত্তিতে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে পিস্তলটি উদ্ধার করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ইন্দোরে শ্লীলতাহানির শিকার অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটার

গ্রেপ্তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকা শিশুকে পুলিশের সামনেই চড়, সমালোচনার ঝড়

৬২০ টাকায় গরুর মাংস, মাইকিং করেও মিলছে না ক্রেতা

ইসকন নিষিদ্ধের দাবিতে মিছিলে রাইফেল দেখিয়ে আতঙ্ক সৃষ্টি, গ্রেপ্তার ১

আফগান সিরিজ দিয়ে সাত বছর পর ফিরেছেন জিম্বাবুয়ের ক্রিকেটার

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

আবারও পুরান ঢাকায় প্রেমিকার বাসার সিঁড়িতে প্রেমিকের লাশ

ঢামেক প্রতিবেদক
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

আবারও পুরান ঢাকার বংশাল এলাকায় প্রেমিকার বাসার সিঁড়িতে সজিব (১৯) নামের এক শিক্ষার্থীর লাশ পাওয়া গেছে। তিনি এবার বংশালে আহমেদ বাওয়ানী একাডেমি স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন।

আজ শনিবার (২৫ অক্টোবর) বিকেলের দিকে বংশালের আগামসিহ লেনের ৯৩/১ নম্বর বাসায় ঘটনাটি ঘটে। পরে পুলিশ সংবাদ পেয়ে ওই বাসার চারতলার সিঁড়ি থেকে মরদেহটি উদ্ধার করে। এ সময় ওই শিক্ষার্থীর গলায় জিআই তার পেঁচানো ছিল।

বংশাল থানার উপপরিদর্শক (এসআই) মো. দুলাল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিকেলে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই। ওই বাসার চারতলার সিঁড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়। প্রথমে অজ্ঞাতনামা হিসেবে এবং পরে মোবাইলের মাধ্যমে পরিচয় শনাক্ত হয়। এ সময় সে গলায় জিআই তার পেঁচানো অবস্থায় উপুড় হয়ে সিঁড়িতে পড়ে ছিল। তবে ওই বাসার চারতলায় শুধু একটি পরিবার থাকত বলে জানা গেছে। এ ছাড়া ওই বাসা পুরোটাই গোডাউন। চারতলার ওই বাসা বাইরে থেকে তালাবদ্ধ অবস্থায় ছিল।’

এসআই আরও জানান, ধারণা করা হচ্ছে, ওই শিক্ষার্থীকে গলায় জিআই তার পেঁচিয়ে হত্যা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

হাসপাতালে নিহত সজিবের চাচাতো ভাই মো. ইসলাম বলেন, ‘সজিবদের বাসা বংশাল আগামসিহ লেনে। সজিব এবার আহমেদ বাওয়ানী একাডেমি স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। তবে সে অকৃতকার্য হয়। কয়েক দিন আগে তাবলিগের সঙ্গে দোহার গিয়েছিল। গতকাল বাসায় আসে। আজ বেলা ৩টার দিকে ফোন পেয়ে বাসা থেকে বের হয়। এরপর বিকেলে জানতে পারি, একটি বাসার সিঁড়িতে সজিবের মরদেহ পাওয়া গেছে।’

সজিব আরও বলেন, ‘যে বাসায় সজিবের মরদেহ পাওয়া গেছে, ওই বাসার চারতলায় সজিবের প্রেমিকা খাদিজাদের বাসা। খাদিজার বাবা বেঁচে নেই। তবে ঘটনার পর থেকে তাদের কাউকে পাওয়া যায়নি। ৬ বছর ধরে খাদিজার সঙ্গে সম্পর্ক ছিল সজিবের। মাঝে একবার মনোমালিন্য হয়েছিল। তবে খাদিজার মামারা এই সম্পর্ক মেনে নিতে পারছিলেন না।’

পরিবারের অভিযোগ, খাদিজার দুই মামা ইকবাল ও কামাল মিলে সজিবকে হত্যা করেছে।

এর আগে, ১৯ অক্টোবর রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলা এলাকার একটি বাসার সিঁড়িতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল নেতার রক্তাক্ত লাশ পাওয়া যায়। আরমানিটোলার পানির পাম্প গলির ওই বাসায় জুবায়েদ টিউশনি করাতেন। পরে ডিএমপি এই হত্যাকাণ্ডকে ‘ত্রিভুজ প্রেমের’ ফল বলে জানায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ইন্দোরে শ্লীলতাহানির শিকার অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটার

গ্রেপ্তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকা শিশুকে পুলিশের সামনেই চড়, সমালোচনার ঝড়

৬২০ টাকায় গরুর মাংস, মাইকিং করেও মিলছে না ক্রেতা

ইসকন নিষিদ্ধের দাবিতে মিছিলে রাইফেল দেখিয়ে আতঙ্ক সৃষ্টি, গ্রেপ্তার ১

আফগান সিরিজ দিয়ে সাত বছর পর ফিরেছেন জিম্বাবুয়ের ক্রিকেটার

এলাকার খবর
Loading...

সম্পর্কিত