সাভার (ঢাকা) প্রতিনিধি
মাইক্রোবাসের গায়ে লাল রঙে বড় করে লেখা ‘২৪ ঘণ্টা অ্যাম্বুলেন্স সার্ভিস’। নামে অ্যাম্বুলেন্স হলেও রোগী ওঠে না এই গাড়িতে। দেশের বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে ঢাকা ও এর আশপাশের এলাকায় সরবরাহ করাই এই অ্যাম্বুলেন্সের কাজ।
সাভারে অভিযান চালিয়ে এমন একটি অ্যাম্বুলেন্সে ২৯৩ বোতল ফেনসিডিলসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। অ্যাম্বুলেন্সটি রোগী পরিবহনের অযোগ্য ছিল বলে জানিয়েছে আশুলিয়া থানা-পুলিশ।
আজ শনিবার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে সাভারের আশুলিয়া থানাধীন গণকবাড়ি বলিভদ্র এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—লালমনিরহাট জেলার কারিমুল ইসলাম (৩২) ও নুর মোহাম্মদ (২৮)। তাদের বাড়ি লালমনিরহাট জেলায় বলে জানা গেছে।
র্যাব কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান বলেন, আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে তাঁদের আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। আসামিরা দেশের বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকার ডিলার ও খুচরা মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করতেন।
অ্যাম্বুলেন্স সম্পর্কে মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল আওয়াল আজকের পত্রিকাকে বলেন, ‘অ্যাম্বুলেন্সের পরিস্থিতি দেখলেই বোঝা যায়, এটি রোগী পরিবহনের অযোগ্য। ভেতরে রোগী বসা বা শোয়ার তেমন সুযোগ নেই। অ্যাম্বুলেন্সের ভেতরে বিভিন্ন স্থানে ফেনসিডিল ঢোকানো ছিল। প্রাথমিকভাবে নিশ্চিত যে মাদক পরিবহনের উদ্দেশ্যেই এই অ্যাম্বুলেন্স ব্যবহার করা হয়। গ্রেপ্তারকৃত ড্রাইভার কারিমুল ইসলামের মামার গাড়ি এটি। এর আগে কখনো রোগী পরিবহনে এটি ব্যবহৃত হয়েছে কিনা জানা যায়নি। গ্রেপ্তারকৃতদের শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।’
মাইক্রোবাসের গায়ে লাল রঙে বড় করে লেখা ‘২৪ ঘণ্টা অ্যাম্বুলেন্স সার্ভিস’। নামে অ্যাম্বুলেন্স হলেও রোগী ওঠে না এই গাড়িতে। দেশের বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে ঢাকা ও এর আশপাশের এলাকায় সরবরাহ করাই এই অ্যাম্বুলেন্সের কাজ।
সাভারে অভিযান চালিয়ে এমন একটি অ্যাম্বুলেন্সে ২৯৩ বোতল ফেনসিডিলসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। অ্যাম্বুলেন্সটি রোগী পরিবহনের অযোগ্য ছিল বলে জানিয়েছে আশুলিয়া থানা-পুলিশ।
আজ শনিবার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে সাভারের আশুলিয়া থানাধীন গণকবাড়ি বলিভদ্র এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—লালমনিরহাট জেলার কারিমুল ইসলাম (৩২) ও নুর মোহাম্মদ (২৮)। তাদের বাড়ি লালমনিরহাট জেলায় বলে জানা গেছে।
র্যাব কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান বলেন, আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে তাঁদের আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। আসামিরা দেশের বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকার ডিলার ও খুচরা মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করতেন।
অ্যাম্বুলেন্স সম্পর্কে মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল আওয়াল আজকের পত্রিকাকে বলেন, ‘অ্যাম্বুলেন্সের পরিস্থিতি দেখলেই বোঝা যায়, এটি রোগী পরিবহনের অযোগ্য। ভেতরে রোগী বসা বা শোয়ার তেমন সুযোগ নেই। অ্যাম্বুলেন্সের ভেতরে বিভিন্ন স্থানে ফেনসিডিল ঢোকানো ছিল। প্রাথমিকভাবে নিশ্চিত যে মাদক পরিবহনের উদ্দেশ্যেই এই অ্যাম্বুলেন্স ব্যবহার করা হয়। গ্রেপ্তারকৃত ড্রাইভার কারিমুল ইসলামের মামার গাড়ি এটি। এর আগে কখনো রোগী পরিবহনে এটি ব্যবহৃত হয়েছে কিনা জানা যায়নি। গ্রেপ্তারকৃতদের শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।’
সম্প্রতি রাজধানীর কাওরানবাজার ও চট্টগ্রামের পতেঙ্গাসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশ সদস্যদের সঙ্গে উচ্ছৃঙ্খল ও সমাজবিরোধী কিছু ব্যক্তির অসৌজন্যমূলক ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। সংগঠনটি এক বিবৃতিতে জানিয়েছে, এ ধরনের ঘটনা পুলিশ বাহিনীর জন্য ‘মর্মান্তিক, চরম উদ্বেগজনক
৫ মিনিট আগেমোহন মিয়া (২৮) নামের এক যুবককে ডেকে নিয়ে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে সাবেক স্ত্রীর বিরুদ্ধে। আহত যুবককে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার বগুড়া শহরতলির সাবগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাবি শাখার সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার আজকের পত্রিকাকে বলেন, ‘আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট কেউ যদি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পান, তাহলে তাঁর বিষয়টি বিশেষভাবে খতিয়ে দেখতে হবে। তাঁকে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে কি না, সেটি দেখতে হবে। এত তড়িঘড়ি করে নিয়োগ দিতে হবে কেন?’
৩ ঘণ্টা আগেমো. মজিবুর রহমানের বিরুদ্ধে অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তের মাধ্যমে দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত বেতন-ভাতাদি পেলেও বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবেন না। এমনকি বিশ্ববিদ্যালয় থেকে যানবাহন, টেলিফোন, মোবাইল ফোন ও সংবাদপত্রসংক্রান্ত কোনো সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন না।
৩ ঘণ্টা আগে