Ajker Patrika

গাজীপুরে গোসল করার সময় পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন দেওয়ালিয়াবাড়ী এলাকায় পুকুরে গোসল করতে গিয়ে রোববার (৬ জুলাই) বেলা ১১টার দিকে পানিতে ডুবে দুই কিশোরের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধারের পর আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মৃত্যুবরণকারীরা হলো রংপুরের মিঠাপুকুর থানার বড় মির্জাপুর এলাকার আকমাল হোসেনের ছেলে জুনায়েদ (১২) এবং সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার তালতলা গ্রামের মো. শামীমের ছেলে আব্দুল মমিন (১২)। তারা দেউলিয়াবাড়ী এলাকায় পিতামাতার সঙ্গে ভাড়া বাসায় থাকত। তারা স্থানীয় একটি মাদ্রাসায় পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করত।

দুই কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন আহমেদ।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার সকালে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন দেউলিয়াবাড়ী এলাকায় পুকুরের পানিতে গোসল করতে নামে ওই দুই কিশোর। গোসলের একপর্যায়ে গভীর পানিতে তারা ডুবে যায়। স্থানীয় লোকজন তাদের উদ্ধারের চেষ্টা চালায়। কিন্তু উদ্ধার করতে না পেরে পুলিশকে জানানো হয়। পরে পুলিশ গিয়ে স্থানীয়দের সহযোগিতায় বেলা ১১টার পর তাদের দুজনের মরদেহ উদ্ধার করে।

ওসি সালাউদ্দিন জানান, তাদের মৃত্যুর কারণের বিষয়ে কারও কোনো সন্দেহ নেই। তাই পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তেই লাশ হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খানসামায় ১১ বছর আগের ঘটনায় সাবেক জামায়াত নেতার মামলা

‘স্ত্রী পরিচয়ে’ নারীর সঙ্গে রেস্ট হাউসে থানার ওসি, খবর পেয়ে ছাত্রদল নেতার হাঙ্গামা

হুসাইন (রা.)-এর হত্যার পেছনে দায়ীদের মৃত্যু হয়েছিল যেভাবে

বিশেষ ফ্লাইটে ২৫০ জনকে সীমান্তে এনেছে ভারত, পাঠাবে বাংলাদেশে

হানিমুন থেকে ফিরেই মার্কিন আটককেন্দ্রে ১৪০ দিন, রাষ্ট্রহীন এক তরুণীর মর্মান্তিক অভিজ্ঞতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত