Ajker Patrika

নির্বাচনে বাধা সৃষ্টি করলে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে: কামরুল

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
নির্বাচনে বাধা সৃষ্টি করলে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে: কামরুল

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ‘সংবিধান অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে অংশ না নিয়ে কেউ যদি বাধার সৃষ্টি করে, তাহলে রাজনৈতিকভাবে তাদের মোকাবিলা করা হবে।’ 

আজ শুক্রবার কেরানীগঞ্জ মডেল থানার চড়াইল খেলার মাঠে জাতীয় শোক দিবস উপলক্ষে দুস্থদের মধ্যে খাদ্য বিতরণের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

কামরুল ইসলাম বলেন, ‘স্বাধীনতাবিরোধী অপশক্তি এ দেশকে অশান্ত করতে মরিয়া হয়ে উঠেছে। এই অপশক্তিকে রাজনীতি থেকে বিদায় না করে আমরা যতই শান্তি সমাবেশ করি না কেন, দেশে শান্তি ফিরে আসবে না। কারণ, তারা বাংলাদেশের স্বাধীনতাকে কখনোই মেনে নেয়নি, তারা সব সময় পাকিস্তানের পক্ষে ছিল।’ 

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলার জন্য এরা বারবার বিদেশিদের দাওয়াত দিয়ে নিয়ে আসে। বাংলাদেশ কোনো তাবেদারি রাষ্ট্র নয়, ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে গড়া এই রাষ্ট্র।’ 

এ সময় কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লব, সদস্য হুমায়ুন গনী, আওয়ামী লীগ নেতা মো. জিলহজ, ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইয়ামিন প্রমুখ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত