Ajker Patrika

ডোপ টেস্টের নামে চালকদের হয়রানি করা হচ্ছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ মার্চ ২০২২, ১৪: ৩১
Thumbnail image

গত ৩০ জানুয়ারি থেকে পেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়। কিন্তু হাসপাতালগুলোতে ডোপ টেস্টের নামে চালকদের হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ ওঠে। এমন পরিস্থিতিতে ডোপ টেস্টের নামে চালকদের হয়রানি বন্ধ করতে এবং সব হাসপাতালে স্বল্পমূল্যে ডোপ টেস্ট চালু করার দাবি জানিয়েছে বাংলাদেশ অটোরিকশা-হালকা যান পরিবহন শ্রমিক ফেডারেশন। 

আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে ডোপ টেস্টের নামে চালকদের হয়রানি করার প্রতিবাদে আয়োজিত মানববন্ধন থেকে এই দাবি জানায় বাংলাদেশ অটোরিকশা-হালকা যান পরিবহন শ্রমিক ফেডারেশন। 

মানববন্ধনে বাংলাদেশ অটোরিকশা-হালকা যান পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক গোলাম ফারুক বলেন, ‘সরকার চালকদের ডোপ টেস্ট করার নির্দেশ দিয়েছে। কিন্তু হাসপাতালে গিয়ে চালকেরা ডোপ টেস্ট করাতে পারছেন না বলে আমরা অভিযোগ পাচ্ছি। হাসপাতালে গিয়ে তাঁরা ভোগান্তির শিকার হচ্ছেন। এই টেস্ট করাতে গিয়ে মাসের পর মাস ঘুরতে হচ্ছে হাসপাতালে। এদিকে ডোপ টেস্ট ছাড়া লাইসেন্স নবায়ন করা যাচ্ছে না। লাইসেন্স না থাকার কারণে সড়কে মামলা দিচ্ছে পুলিশ। একই সঙ্গে চাকরিও হারাতে হচ্ছে অনেক চালককে।’ 

গোলাম ফারুক আরও বলেন, ‘সরকার ঢাকা শহরের কয়েকটি হাসপাতালে এই সেবা চালু করেছে। যে কয়েকটি হাসপাতালে এই সেবা চালু করা হয়েছে, সেখানে প্রতিদিন ১০-২০ জন চালকের ডোপ টেস্ট করা হয়। কিন্তু প্রতিদিন প্রায় ১ হাজার চালকের ডোপ টেস্ট করার চাহিদা আছে। এ কারণে চালকদের ভোগান্তি বেড়েছে।’ 

শ্রমিক ফেডারেশনের এই সাধারণ সম্পাদক বলেন, ‘ডোপ টেস্ট জেলা শহরের হাসপাতালে এখনো পর্যন্ত চালু হয়নি। জেলা শহরের হাসপাতালগুলোতে এই টেস্ট করার সক্ষমতা নেই। হাসপাতালগুলোতে ডোপ টেস্ট করার সক্ষমতা না বাড়িয়ে ডোপ টেস্টের নামে শুধু চালকদের হয়রানি করা হচ্ছে। তাই সব হাসপাতালে আলাদাভাবে ডোপ টেস্ট চালু করা হোক। একই সঙ্গে এর খরচও কমাতে হবে।’ 

শ্রমিকদের মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইন। এ ছাড়া সংগঠনের অন্য নেতারা উপস্থিত ছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত