টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
কোটা সংস্কারের দাবিসহ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীর উত্তরায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে উত্তরার হাউস বিল্ডিং থেকে রাজলক্ষ্মী পর্যন্ত বিমানবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তাঁরা। তাতে সড়কের দুই দিকেই যান চলাচল বন্ধ হয়ে যায়।
অবরোধে গাজীপুরের টঙ্গী সরকারি কলেজ, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটি, শান্ত-মারিয়াম, রাজউক উত্তরা মডেল কলেজ, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, উত্তরা হাইস্কুল, নওয়াব হাবিবুল্লাহ স্কুল অ্যান্ড কলেজ, উত্তরা কমার্স কলেজ, উত্তর আইডিয়াল কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
শিক্ষার্থীরা বেলা সাড়ে ১১টার দিকে প্রথমে হাউস বিল্ডিং এলাকায় জড়ো হন। পরে বিমানবন্দর সড়ক ধরে বিক্ষোভ মিছিল নিয়ে রাজলক্ষ্মী এলাকায় যান। এ সময় সড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।
বিকেল ৫টার দিকে সরেজমিন দেখা যায়, শিক্ষার্থীরা হাউস বিল্ডিং থেকে রাজলক্ষ্মী পর্যন্ত সড়কে এলোমেলোভাবে অবস্থান করছেন। একটু পরপর বিক্ষোভ মিছিল করছেন। এ সময় শিক্ষার্থীরা ‘পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘লাঠিসোঁটা টিয়ার গ্যাস, জবাব দেবে বাংলাদেশ’ বলে স্লোগান দিচ্ছেন। পাশাপাশি গাইছেন কাজী নজরুলের বিদ্রোহী গান।
এদিকে রাজধানীর উত্তরায় ছাত্রলীগের নেতা-কর্মীদের দেখা না গেলেও গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান সরকার বাবু ও টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক সেলিম খানের নেতৃত্বে কয়েক শ ছাত্রলীগের নেতা-কর্মী টঙ্গীর কলেজ গেট এলাকায় দিনব্যাপী অবস্থান করতে দেখা যায়। পরে বিকেল সাড়ে ৫টার দিকে টঙ্গীর কলেজ গেট এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল করে।
কিছুক্ষণ পর রাজধানীর উত্তরার হাউস বিল্ডিং এলাকায় অবস্থানরত কয়েক শ শিক্ষার্থী মিছিল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেরাগ আলী এলাকা প্রদক্ষিণ করে ফের উত্তরায় ফিরে যায়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ ট্রাফিক বিভাগের পরিদর্শক শাহাদাত হোসেন বলেন, বেলা ১১টা থেকেই আন্দোলনরত কয়েক শ শিক্ষার্থী উত্তরার হাউস বিল্ডিং এলাকায় অবস্থান নেন। তাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরা থেকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়।
কোটা সংস্কারের দাবিসহ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীর উত্তরায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে উত্তরার হাউস বিল্ডিং থেকে রাজলক্ষ্মী পর্যন্ত বিমানবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তাঁরা। তাতে সড়কের দুই দিকেই যান চলাচল বন্ধ হয়ে যায়।
অবরোধে গাজীপুরের টঙ্গী সরকারি কলেজ, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটি, শান্ত-মারিয়াম, রাজউক উত্তরা মডেল কলেজ, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, উত্তরা হাইস্কুল, নওয়াব হাবিবুল্লাহ স্কুল অ্যান্ড কলেজ, উত্তরা কমার্স কলেজ, উত্তর আইডিয়াল কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
শিক্ষার্থীরা বেলা সাড়ে ১১টার দিকে প্রথমে হাউস বিল্ডিং এলাকায় জড়ো হন। পরে বিমানবন্দর সড়ক ধরে বিক্ষোভ মিছিল নিয়ে রাজলক্ষ্মী এলাকায় যান। এ সময় সড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।
বিকেল ৫টার দিকে সরেজমিন দেখা যায়, শিক্ষার্থীরা হাউস বিল্ডিং থেকে রাজলক্ষ্মী পর্যন্ত সড়কে এলোমেলোভাবে অবস্থান করছেন। একটু পরপর বিক্ষোভ মিছিল করছেন। এ সময় শিক্ষার্থীরা ‘পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘লাঠিসোঁটা টিয়ার গ্যাস, জবাব দেবে বাংলাদেশ’ বলে স্লোগান দিচ্ছেন। পাশাপাশি গাইছেন কাজী নজরুলের বিদ্রোহী গান।
এদিকে রাজধানীর উত্তরায় ছাত্রলীগের নেতা-কর্মীদের দেখা না গেলেও গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান সরকার বাবু ও টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক সেলিম খানের নেতৃত্বে কয়েক শ ছাত্রলীগের নেতা-কর্মী টঙ্গীর কলেজ গেট এলাকায় দিনব্যাপী অবস্থান করতে দেখা যায়। পরে বিকেল সাড়ে ৫টার দিকে টঙ্গীর কলেজ গেট এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল করে।
কিছুক্ষণ পর রাজধানীর উত্তরার হাউস বিল্ডিং এলাকায় অবস্থানরত কয়েক শ শিক্ষার্থী মিছিল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেরাগ আলী এলাকা প্রদক্ষিণ করে ফের উত্তরায় ফিরে যায়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ ট্রাফিক বিভাগের পরিদর্শক শাহাদাত হোসেন বলেন, বেলা ১১টা থেকেই আন্দোলনরত কয়েক শ শিক্ষার্থী উত্তরার হাউস বিল্ডিং এলাকায় অবস্থান নেন। তাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরা থেকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে নেত্রকোনায় অবস্থান কর্মসূচি পালন করেছেন ছাত্রদল নেতা-কর্মীরা।
৩ মিনিট আগেকুমিল্লার চৌদ্দগ্রামে মাদক কারবারিদের বিরুদ্ধে মামলা করে গ্রামছাড়া হয়েছে সাবেক এক ইউপি সদস্যের পরিবার। আব্দুর রাজ্জাক নামের সাবেক ওই ইউপি সদস্যের বাড়ি গোলপাশা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে। তাঁর অভিযোগ, পাঁচ মাদক কারবারি তাঁর ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছিল। এ কারণে তিনি মামলা করলে আসামিরা তাঁকে মামলা তুলে নিতে
৭ মিনিট আগে৯ মাস পর হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় সিরাজগঞ্জের শাহজাদপুরে সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম, মেরিনা জাহান কবিতাসহ আওয়ামী লীগের ৭৬ নেতা-কর্মীর নামে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাত আরও ১০০-১২০ জনকে আসামি করা হয়েছে।
১২ মিনিট আগেবৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের বিশেষ প্রতিনিধি হিসেবে পরিচিত এস এম কামাল হায়দারকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ বৃহস্পতিবার ভোরে রাজধানীর একটি এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করে সিআইডি ঢাকা মেট্রো দক্ষিণ...
১৩ মিনিট আগে