Ajker Patrika

আগারগাঁওয়ে ব্যাটারিচালিত রিকশা চালকদের সড়ক অবরোধ

অনলাইন ডেস্ক
আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ১৩: ৫৭
রাজধানীতে রিকশাচালকদের রাস্তা অবরোধ করে বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা
রাজধানীতে রিকশাচালকদের রাস্তা অবরোধ করে বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

রাজধানী ঢাকাতে ব্যাটারিচালিত রিকশা বন্ধের প্রতিবাদে আবারও রাস্তা অবরোধ করেছেন চালকেরা। রাজধানীর আগারগাঁওয়ে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন তাঁরা। ফলে প্রায় তিন ঘণ্টা ধরে আগারগাঁও সড়ক দিয়ে যানচলাচল বন্ধ রয়েছে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার পর থেকে ব্যাটারিচালিত রিকশাচালকেরা আগারগাঁও এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন। দুপুর ১টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত আন্দোলন চলছিল।

ট্রাফিক মিরপুর বিভাগের অতিরিক্ত উপ–পুলিশ কমিশনার (এডিসি) ইয়াসিনা ফেরদৌস বলেন, আজকেও আগারগাঁও এলাকায় ব্যাটারি চালিত রিকশা চালকেরা রাস্তা অবরোধ করেছেন। তাঁদের রাস্তা অবরোধের কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। যান চলাচল স্বাভাবিক রাখতে আমরা মিরপুর ১০ নম্বর থেকে যানবাহন অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা কাজ করছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত