Ajker Patrika

দুই ঘণ্টা বন্ধ থাকার পর চলছে মেট্রোরেল  

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ১৩: ৪৪
দুই ঘণ্টা বন্ধ থাকার পর চলছে মেট্রোরেল  

যান্ত্রিক ত্রুটিতে সকাল ৯টা ৩৫ মিনিটে বন্ধ হওয়ার দুই ঘণ্টা পরে বেলা ১১ টা ৪০ মিনিটে চলাচল শুরু করেছে মেট্রোরেল। এর আগে বৈদ্যুতিক গোলযোগের কারণে বন্ধ হয়েছিল মেট্রোরেলের চলাচল।

আজ বুধবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপ-মহাব্যবস্থাপক নাজমুল ইসলাম ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।  

নাজমুল ইসলাম ভূঁইয়া বলেন, বেলা ১১ টা ৪০ মিনিট থেকে মেট্রোরেল চলাচল শুরু হয়েছে। 

এর আগে ডিএমটিসিএলের জেনারেল ম্যানেজার ইফতেখার হোসেন মেট্রোরেল বন্ধের কারণ সম্পর্কে বলেন, কারিগরি ত্রুটির কারণে মেট্রোরেল বন্ধ আছে। ক্যাটারিং সার্ভিসে সাপ্লাই নাই, কাজ করা হচ্ছে। ঠিক হলে আবারও চালাচল শুরু করবে মেট্রো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত