নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আজ মঙ্গলবার রাজধানীতে হতদরিদ্র, ছিন্নমূল, পথ শিশু, দুস্থ ও খেটে খাওয়া শ্রমিকদের খাদ্য বিতরণ ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে আওয়ামী লীগ।
আওয়ামী লীগের বন ও পরিবেশ উপ-কমিটির উদ্যোগে শাহবাগ, রমনা কালি মন্দির, মালিবাগ, গুলবাগ, শাজাহানপুরে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলিসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
দেলোয়ার হোসেন বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত ছিল জিয়াউর রহমান। তিনিই পরবর্তীতে খুনি ও স্বাধীনতা বিরোধীদের রাজনৈতিকভাবে লালন-পালন করে প্রতিষ্ঠা করেছিলেন। ইতিহাসের জঘন্যতম এই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার হয়েছে। এটা জাতির কাছে স্বস্তির। তবে এখনো অনেক খুনি বিদেশে পালিয়ে আছে, তাঁদের দ্রুত দেশে এনে বিচার করতে হবে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে, পলাশী মোড়, বাংলামোটর, হাতিরপুল এলাকায় দুস্থ, অসহায়, শ্রমিকদের মাঝে খাদ্য বিতরণ করা হয়। শাহবাগের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।
বঙ্গবন্ধু অ্যাভিনিউতে খাদ্য বিতরণ করে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী মৎস্যজীবী লীগ আওয়ামী ওলামা লীগসহ ঢাকা দক্ষিণের কয়েকটি থানা ও ওয়ার্ডের নেতা-কর্মীরা। যুবলীগের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখিল।
এ ছাড়া রাজধানীর বিভিন্ন পাড়া-মহল্লায় আওয়ামী লীগসহ দলটির সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতা–কর্মীদের আয়োজনে দুস্থ, অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আজ মঙ্গলবার রাজধানীতে হতদরিদ্র, ছিন্নমূল, পথ শিশু, দুস্থ ও খেটে খাওয়া শ্রমিকদের খাদ্য বিতরণ ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে আওয়ামী লীগ।
আওয়ামী লীগের বন ও পরিবেশ উপ-কমিটির উদ্যোগে শাহবাগ, রমনা কালি মন্দির, মালিবাগ, গুলবাগ, শাজাহানপুরে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলিসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
দেলোয়ার হোসেন বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত ছিল জিয়াউর রহমান। তিনিই পরবর্তীতে খুনি ও স্বাধীনতা বিরোধীদের রাজনৈতিকভাবে লালন-পালন করে প্রতিষ্ঠা করেছিলেন। ইতিহাসের জঘন্যতম এই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার হয়েছে। এটা জাতির কাছে স্বস্তির। তবে এখনো অনেক খুনি বিদেশে পালিয়ে আছে, তাঁদের দ্রুত দেশে এনে বিচার করতে হবে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে, পলাশী মোড়, বাংলামোটর, হাতিরপুল এলাকায় দুস্থ, অসহায়, শ্রমিকদের মাঝে খাদ্য বিতরণ করা হয়। শাহবাগের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।
বঙ্গবন্ধু অ্যাভিনিউতে খাদ্য বিতরণ করে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী মৎস্যজীবী লীগ আওয়ামী ওলামা লীগসহ ঢাকা দক্ষিণের কয়েকটি থানা ও ওয়ার্ডের নেতা-কর্মীরা। যুবলীগের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখিল।
এ ছাড়া রাজধানীর বিভিন্ন পাড়া-মহল্লায় আওয়ামী লীগসহ দলটির সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতা–কর্মীদের আয়োজনে দুস্থ, অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘এ’ (মানবিক) ইউনিটের পরীক্ষা শুরু হয়েছে। আজ শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা এবং দুপুর আড়াইটা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত দুই শিফটে দেশের পাঁচটি বিভাগীয় শহরের আঞ্চলিক কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৩৬ মিনিট আগে২ বছরের শিশু মাশরিফ বাড়ির উঠোনে একা খেলা করছিল। হঠাৎ করে একটি কুকুর এসে তাকে এলোপাতাড়ি কামড়াতে থাকে। পরে তার ডাক চিৎকারে স্বজনরা এসে উদ্ধার করলেও ততক্ষণে মাসরিফের শারীরিক অবস্থা হয়ে পড়ে আশঙ্কাজনক।
৪০ মিনিট আগেপটুয়াখালীর বাউফল উপজেলায় খেলতে গিয়ে খাট থেকে পড়ে আয়শা (১৯ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
১ ঘণ্টা আগেকক্সবাজার-টেকনাফ মেরিনড্রাইভ সড়কে অবৈধভাবে চলাচল করার অপরাধে ২৮টি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত হিমছড়ি পুলিশ ফাঁড়ির চেকপোস্টে ট্রাফিক পুলিশের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
১ ঘণ্টা আগে