Ajker Patrika

রাজধানীতে দুস্থ ও অসহায়দের মাঝে খাবার বিতরণ আওয়ামী লীগের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীতে দুস্থ ও অসহায়দের মাঝে খাবার বিতরণ আওয়ামী লীগের

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আজ মঙ্গলবার রাজধানীতে হতদরিদ্র, ছিন্নমূল, পথ শিশু, দুস্থ ও খেটে খাওয়া শ্রমিকদের খাদ্য বিতরণ ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে আওয়ামী লীগ।

আওয়ামী লীগের বন ও পরিবেশ উপ-কমিটির উদ্যোগে শাহবাগ, রমনা কালি মন্দির, মালিবাগ, গুলবাগ, শাজাহানপুরে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলিসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

দেলোয়ার হোসেন বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত ছিল জিয়াউর রহমান। তিনিই পরবর্তীতে খুনি ও স্বাধীনতা বিরোধীদের রাজনৈতিকভাবে লালন-পালন করে প্রতিষ্ঠা করেছিলেন। ইতিহাসের জঘন্যতম এই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার হয়েছে। এটা জাতির কাছে স্বস্তির। তবে এখনো অনেক খুনি বিদেশে পালিয়ে আছে, তাঁদের দ্রুত দেশে এনে বিচার করতে হবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে, পলাশী মোড়, বাংলামোটর, হাতিরপুল এলাকায় দুস্থ, অসহায়, শ্রমিকদের মাঝে খাদ্য বিতরণ করা হয়। শাহবাগের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।

বঙ্গবন্ধু অ্যাভিনিউতে খাদ্য বিতরণ করে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী মৎস্যজীবী লীগ আওয়ামী ওলামা লীগসহ ঢাকা দক্ষিণের কয়েকটি থানা ও ওয়ার্ডের নেতা-কর্মীরা। যুবলীগের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখিল।

এ ছাড়া রাজধানীর বিভিন্ন পাড়া-মহল্লায় আওয়ামী লীগসহ দলটির সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতা–কর্মীদের আয়োজনে দুস্থ, অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত