Ajker Patrika

রূপগঞ্জে স্ত্রী ও শিশুকন্যাকে হত্যা: র‍্যাবের হাতে যুবক গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ২৩: ৫৪
রূপগঞ্জে স্ত্রী ও শিশুকন্যাকে হত্যা: র‍্যাবের হাতে যুবক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার দায়ে অভিযুক্ত নুরুজ্জামান আনিসকে (৩৬) গ্রেপ্তার করেছে র‍্যাব। মামলা করার ২৪ ঘণ্টার মধ্যে গতকাল সোমবার পটুয়াখালী থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান র‍্যাব-১১-এর উপপরিচালক মেজর অনাবিল ইমাম।

গত রোববার সকালে রূপগঞ্জের তেতলাব এলাকার একটি ভাড়া বাসায় আনিস তাঁর স্ত্রী রোকসানা (৩০) ও পাঁচ বছরের শিশুকন্যা জান্নাতকে হত্যা করে পালিয়ে যান। ওই ঘটনায় রোকসানার বাবা বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।

গতকাল সোমবার র‍্যাবের যৌথ অভিযানে পটুয়াখালীর দুমকি উপজেলার আঙ্গারিয়া এলাকা থেকে নুরুজ্জামান আনিসকে গ্রেপ্তার করা হয়।

নুরুজ্জামান আনিস ৯ বছর আগে বরগুনার আমতলী উপজেলার মো. শাহজাহান হাওলাদারের মেয়ে রোকসানা বেগমকে বিয়ে করেন। তাঁদের একটি কন্যাসন্তানের জন্ম হয়। দাম্পত্য কলহ ও পরকীয়ার জেরে শনিবার রাতে ঝগড়া শুরু হয় তাঁদের। পরদিন রোববার এলোপাতাড়ি কুপিয়ে তাদের হত্যা করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত