Ajker Patrika

যাত্রাবাড়ীর থানার সাবেক ওসি মাজহারের স্ত্রীর ফ্ল্যাট জব্দের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম। ছবি: সংগৃহীত
রাজধানীর যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম। ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলামের স্ত্রী লায়লা খানের বড় মগবাজার এলাকার একটি ফ্ল্যাট জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। পাশাপাশি ফ্ল্যাট সংশ্লিষ্ট ভবনে লায়লা খানের মালিকানাধীন দুটি গাড়ি পার্কিংয়ের জায়গাও জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।

আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম। তিনি জানান, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে আদালত এই নির্দেশ দেন।

দুদকের সহকারী পরিচালক বিষাণ ঘোষ এই ফ্ল্যাট গাড়ি পার্কিংয়ের জায়গা ক্রোকের আবেদন করেন। আবেদন সূত্রে জানা যায়, ২ হাজার ৭৫ বর্গফুট আয়তনের এ ফ্ল্যাটটির দলিলমূল্য ৮০ লাখ ৪৫ হাজার টাকা।

আবেদনে আরও বলা হয়, অভিযুক্তের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ বিষয়ে অনুসন্ধান চলছে। অনুসন্ধানকালে প্রতীয়মান হয়, অভিযুক্ত মাজহারুল কর্তৃক অর্জিত জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ তাঁর স্ত্রী লায়লা খানের মালিকানায় আছে। লায়লা খান এই ফ্ল্যাটটির মালিকানা হস্তান্তর করতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়। এ অবস্থায় লায়লা খানের স্থাবর এই সম্পদ জব্দের নির্দেশ দেওয়া একান্ত প্রয়োজন।

উল্লেখ্য, গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর যাত্রাবাড়ী থানার সাবেক ওসি মাজহারুল ইসলামকে আটক করে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে বিভিন্ন হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা বিভিন্ন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত