নিজস্ব প্রতিবেদক, সাভার
৫ আগস্ট ছাত্র আন্দোলনে গুলিতে নিজের স্বামীকে ‘নিহত’ দেখিয়ে মামলা করেন এক নারী। মামলায় শেখ হাসিনাসহ ১৩০ জনকে আসামি করা হয়। গত সোমবার সিলেটের দক্ষিণ সুরমা থানায় গিয়ে পুলিশের কাছে এমন অভিযোগ করেছেন তার স্বামী আল-আমিন মিয়া (৩৪)। পরে তাকে ঘটনাস্থল আশুলিয়া থানা-পুলিশের হেফাজতে দেওয়া হয়।
আজ বুধবার তাকে ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার জন্য ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে পাঠানো হয়।
এদিকে ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে বাদী ওই নারী (২১) পলাতক রয়েছেন। তিনি মানিকগঞ্জের ঘিওর উপজেলার স্বল্পসিংজুরী গ্রামের বাসিন্দা বলে আদালতে জমা দেওয়া মামলার বর্ণনায় উল্লেখ করেন। সেখানে গিয়ে তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
আর বর্তমান ঠিকানা দেখানো হয়েছে আশুলিয়ার জামড়গা এলাকায়। কিন্তু জামড়গার ঠিকানায় গিয়েও তার কোনো হদিস পাওয়া যায়নি। ওই এলাকার লোকজন তাকে চেনেন না বলে জানান।
আল-আমিনের পরিবার জানায়, আল-আমিন মিয়া দীর্ঘদিন ধরে সিলেটের দক্ষিণ সুরমার থানার পিরিজপুর এলাকায় বসবাস করে আসছেন। তার স্ত্রীও (বাদী) সেখানেই থাকতেন। পেশার কারণে জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় তাঁরা মৌলভীবাজারের জুড়িতে ছিলেন। গত ১৩ আগস্ট আল-আমিনের সঙ্গে ঝগড়া করে স্ত্রী মানিকগঞ্জ চলে যান। এরপর থেকে আল-আমিন মিয়ার সঙ্গে যোগাযোগ ছিল না।
পুলিশ জানায়, গত ২৪ অক্টোবর এক নারী তার স্বামীকে হত্যার অভিযোগ এনে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। আদালতের নির্দেশে ৮ নভেম্বর তা আশুলিয়া থানায় এজাহারভুক্ত করা হয়।
এজাহারে বলা হয়, গত ৫ আগস্ট সকালে আল-আমিন মিয়া মুক্তিকামী ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেন। শেখ হাসিনা সরকারের পতনের পর বিকেল ৪টার দিকে তিনি আশুলিয়ার বাইপাইল এলাকায় বিজয় মিছিলে যোগ দেন। তবে পরাজয় মেনে না নিতে পেরে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী নির্বিচার গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে তার স্বামী নিহত হন।
এতে আরও বলা হয়, অনেক খোঁজাখুঁজি করে তিনি স্বামীর সন্ধান পাননি। পরে আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের ৬ আগস্টের এক প্রতিবেদনের মাধ্যমে জানতে পারেন, এই হাসপাতাল কর্তৃপক্ষ বিপুলসংখ্যক অজ্ঞাতনামা লাশ দাফন করেছে। এসব কাগজপত্র হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আছে। পরে তিনি হাসপাতালে থাকা কাগজপত্র, ছবি ও ভিডিও দেখে তার স্বামীর লাশ শনাক্ত করেন।
মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুছ ছালাম, সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, সাবেক ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী এনামুর রহমান, আশুলিয়া থানার সাবেক ওসি এএফএম সায়েদ, আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মোখলেসুর রহমান ওরফে ইলিয়াস শাহীসহ ১৩০ জনের নাম উল্লেখ করা হয়।
এর মধ্যে ১৮ জনই মানিকগঞ্জের ঘিওর, শিবালয়, সাটুরিয়া ও সদর উপজেলার বাসিন্দা। এ ছাড়া হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের মানিকগঞ্জের ঘিওর উপজেলা শাখার সাধারণ সম্পাদক লিটন আইসসহ (৬০) বেশ কয়েকজন সনাতন ধর্মাবলম্বীর নামও রয়েছে।
লিটন আইস আজকের পত্রিকাকে বলেন, ‘মামলা দায়েরের পর কতিপয় ব্যক্তি ওই নারীর হয়ে মামলা থেকে আমার নাম বাদ দেওয়া কথা বলে টাকা দাবি করে আসছিলেন। তাঁরা একটি চক্রের সদস্য। মিথ্যা মামলা দিয়ে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। মামলার বাদী ওই নারী তাদের দলেরই।’
আল-আমিন মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘আমার স্ত্রী আমাকে মৃত দেখিয়ে আশুলিয়া থানায় মামলা করেছে। মামলা থেকে আসামির নাম প্রত্যাহার করার কথা বলে নাকি আমার স্ত্রী লোকজনের কাছ থেকে টাকা পয়সাও নিচ্ছে। আমার ভাইয়ের মাধ্যমে দুই-তিন দিন আগে বিষয়টি জানতে পেরে পরিবারের পরামর্শে আমি প্রথমে জুড়ি থানায় যাই।
সেখানকার পুলিশ বিষয়টি আমার নিজের এলাকা দক্ষিণ সুরমা থানায় জানানোর পরামর্শ দেয়। পরে গত সোমবার (১২ নভেম্বর) সন্ধ্যায় আমি দক্ষিণ সুরমা থানায় গিয়ে পুলিশের কাছে সব খুলে বলি। তারা আমাকে আশুলিয়া থানায় পাঠিয়ে দেওয়া হয়।’
সিলেটের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আল-আমিন তার ভাই ও বাবাকে নিয়ে থানায় এসে ঘটনাটি জানান। বিষয়টি জানার পর আশুলিয়া থানাকে জানানো হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. রকিবুল হোসেন তাকে নিয়ে যান।’
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বাদী ওই নারী মিথ্যা মামলা করেছেন। তাকে পাওয়া যাচ্ছে না। আটকের পর তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এ ছাড়া আল আমিনকে সিলেট থেকে গত মঙ্গলবার আশুলিয়া থানায় আনা হয়েছে। ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়ার জন্য গতকাল বুধবার তাঁকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে পাঠানো হয়েছে।
৫ আগস্ট ছাত্র আন্দোলনে গুলিতে নিজের স্বামীকে ‘নিহত’ দেখিয়ে মামলা করেন এক নারী। মামলায় শেখ হাসিনাসহ ১৩০ জনকে আসামি করা হয়। গত সোমবার সিলেটের দক্ষিণ সুরমা থানায় গিয়ে পুলিশের কাছে এমন অভিযোগ করেছেন তার স্বামী আল-আমিন মিয়া (৩৪)। পরে তাকে ঘটনাস্থল আশুলিয়া থানা-পুলিশের হেফাজতে দেওয়া হয়।
আজ বুধবার তাকে ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার জন্য ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে পাঠানো হয়।
এদিকে ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে বাদী ওই নারী (২১) পলাতক রয়েছেন। তিনি মানিকগঞ্জের ঘিওর উপজেলার স্বল্পসিংজুরী গ্রামের বাসিন্দা বলে আদালতে জমা দেওয়া মামলার বর্ণনায় উল্লেখ করেন। সেখানে গিয়ে তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
আর বর্তমান ঠিকানা দেখানো হয়েছে আশুলিয়ার জামড়গা এলাকায়। কিন্তু জামড়গার ঠিকানায় গিয়েও তার কোনো হদিস পাওয়া যায়নি। ওই এলাকার লোকজন তাকে চেনেন না বলে জানান।
আল-আমিনের পরিবার জানায়, আল-আমিন মিয়া দীর্ঘদিন ধরে সিলেটের দক্ষিণ সুরমার থানার পিরিজপুর এলাকায় বসবাস করে আসছেন। তার স্ত্রীও (বাদী) সেখানেই থাকতেন। পেশার কারণে জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় তাঁরা মৌলভীবাজারের জুড়িতে ছিলেন। গত ১৩ আগস্ট আল-আমিনের সঙ্গে ঝগড়া করে স্ত্রী মানিকগঞ্জ চলে যান। এরপর থেকে আল-আমিন মিয়ার সঙ্গে যোগাযোগ ছিল না।
পুলিশ জানায়, গত ২৪ অক্টোবর এক নারী তার স্বামীকে হত্যার অভিযোগ এনে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। আদালতের নির্দেশে ৮ নভেম্বর তা আশুলিয়া থানায় এজাহারভুক্ত করা হয়।
এজাহারে বলা হয়, গত ৫ আগস্ট সকালে আল-আমিন মিয়া মুক্তিকামী ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেন। শেখ হাসিনা সরকারের পতনের পর বিকেল ৪টার দিকে তিনি আশুলিয়ার বাইপাইল এলাকায় বিজয় মিছিলে যোগ দেন। তবে পরাজয় মেনে না নিতে পেরে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী নির্বিচার গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে তার স্বামী নিহত হন।
এতে আরও বলা হয়, অনেক খোঁজাখুঁজি করে তিনি স্বামীর সন্ধান পাননি। পরে আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের ৬ আগস্টের এক প্রতিবেদনের মাধ্যমে জানতে পারেন, এই হাসপাতাল কর্তৃপক্ষ বিপুলসংখ্যক অজ্ঞাতনামা লাশ দাফন করেছে। এসব কাগজপত্র হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আছে। পরে তিনি হাসপাতালে থাকা কাগজপত্র, ছবি ও ভিডিও দেখে তার স্বামীর লাশ শনাক্ত করেন।
মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুছ ছালাম, সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, সাবেক ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী এনামুর রহমান, আশুলিয়া থানার সাবেক ওসি এএফএম সায়েদ, আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মোখলেসুর রহমান ওরফে ইলিয়াস শাহীসহ ১৩০ জনের নাম উল্লেখ করা হয়।
এর মধ্যে ১৮ জনই মানিকগঞ্জের ঘিওর, শিবালয়, সাটুরিয়া ও সদর উপজেলার বাসিন্দা। এ ছাড়া হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের মানিকগঞ্জের ঘিওর উপজেলা শাখার সাধারণ সম্পাদক লিটন আইসসহ (৬০) বেশ কয়েকজন সনাতন ধর্মাবলম্বীর নামও রয়েছে।
লিটন আইস আজকের পত্রিকাকে বলেন, ‘মামলা দায়েরের পর কতিপয় ব্যক্তি ওই নারীর হয়ে মামলা থেকে আমার নাম বাদ দেওয়া কথা বলে টাকা দাবি করে আসছিলেন। তাঁরা একটি চক্রের সদস্য। মিথ্যা মামলা দিয়ে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। মামলার বাদী ওই নারী তাদের দলেরই।’
আল-আমিন মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘আমার স্ত্রী আমাকে মৃত দেখিয়ে আশুলিয়া থানায় মামলা করেছে। মামলা থেকে আসামির নাম প্রত্যাহার করার কথা বলে নাকি আমার স্ত্রী লোকজনের কাছ থেকে টাকা পয়সাও নিচ্ছে। আমার ভাইয়ের মাধ্যমে দুই-তিন দিন আগে বিষয়টি জানতে পেরে পরিবারের পরামর্শে আমি প্রথমে জুড়ি থানায় যাই।
সেখানকার পুলিশ বিষয়টি আমার নিজের এলাকা দক্ষিণ সুরমা থানায় জানানোর পরামর্শ দেয়। পরে গত সোমবার (১২ নভেম্বর) সন্ধ্যায় আমি দক্ষিণ সুরমা থানায় গিয়ে পুলিশের কাছে সব খুলে বলি। তারা আমাকে আশুলিয়া থানায় পাঠিয়ে দেওয়া হয়।’
সিলেটের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আল-আমিন তার ভাই ও বাবাকে নিয়ে থানায় এসে ঘটনাটি জানান। বিষয়টি জানার পর আশুলিয়া থানাকে জানানো হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. রকিবুল হোসেন তাকে নিয়ে যান।’
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বাদী ওই নারী মিথ্যা মামলা করেছেন। তাকে পাওয়া যাচ্ছে না। আটকের পর তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এ ছাড়া আল আমিনকে সিলেট থেকে গত মঙ্গলবার আশুলিয়া থানায় আনা হয়েছে। ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়ার জন্য গতকাল বুধবার তাঁকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে পাঠানো হয়েছে।
চট্টগ্রামে চাঁদা না পেয়ে ‘মব’ তৈরি করে মেঘনা পেট্রোলিয়ামের কর্মচারী ও জামায়াত নেতা নওশেদ জামালকে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়ার অভিযোগ ওঠার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগর কমিটির সদস্যসচিব নিজাম উদ্দিনের পদ সাময়িকভাবে স্থগিত করেছে সংগঠনটি। সেই সঙ্গে তাঁকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া
৪ মিনিট আগেযশোরের অভয়নগরে ইমরান হোসেন (২০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (৫ জুলাই) বেলা ৩টার সময় উপজেলার নওয়াপাড়া বড়বাজারসংলগ্ন ভৈরব নদের পাড়ে একটি ঘরে লাশটি পাওয়া যায়।
৩২ মিনিট আগেবাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘যারা প্রকৃত গণতন্ত্র চায়, তাদের উচিত সংস্কার কমিশনকে সহযোগিতা করা। মৌলিক সংস্কার শেষ হলে তখন সবাই যার যার রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারবে। কিন্তু অতীতের দুর্গন্ধযুক্ত প্রথা পরিষ্কার না করে আবার যদি নির্বাচন হয়, তা হবে নির্বাচনকে গণহত্যার
৩৫ মিনিট আগেবরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বিএনপির এক পক্ষের সভায় আরেক পক্ষের হামলা ভাঙচুরের বলে অভিযোগ উঠেছে। আজ শনিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পেয়ারপুর বাজারে এ ঘটনা ঘটে। এতে অন্তত পাঁচজন আহত হন। জেলা (দক্ষিণ) বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম রাজন অভিযোগ করেছেন, তাঁর কর্মসূচি পণ্ড
১ ঘণ্টা আগে