Ajker Patrika

অফিস শুরু করেছেন ইসির নতুন সচিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অফিস শুরু করেছেন ইসির নতুন সচিব

ঢাকার নির্বাচন ভবনে অফিস শুরু করেছেন নির্বাচন কমিশনের (ইসি) নতুন সচিব মো. জাহাঙ্গীর আলম। আজ বুধবার বেলা ১২টা ২০ মিনিটে ভবন প্রাঙ্গণে এসে উপস্থিত হন সরকারের এই আমলা। এ সময় কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ ও যুগ্ম সচিব পর্যায়ের বেশ কয়েকজন কর্মকর্তা তাকে ফুল দিয়ে বরণ করে নেয়।

দ্বাদশ ভোটের দেড় বছরের কম সময় বাকি থাকতেই সংস্থাটির শীর্ষ পদে এমন রদবদল করেছে সরকার।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, নতুন সচিবের আগমন ও সাবেক ইসি সচিব হ‌ুমায়ুন কবীর খোন্দকারের বিদায় উপলক্ষে কর্মকর্তারা অনাড়ম্বর এক অনুষ্ঠানের আয়োজন করেছে।

গত ২৭ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক চারটি প্রজ্ঞাপনে প্রশাসনের এসব শীর্ষ পদে নিয়োগ ও রদ-বদলের তথ্য জানিয়েছে। 

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, এক সচিবকে পদোন্নতি দিয়ে সিনিয়র সচিব ও তিন অতিরিক্ত সচিবকে সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। আর দপ্তর পরিবর্তন করা হয়েছে একজন সিনিয়র সচিব ও দুই সচিবের।

নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব জাহাঙ্গীর আলম এর আগে জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিবের দায়িত্ব পালন করেছেন।

নির্বাচন কমিশন সচিবালয়ের সাবেক সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকারকে শিল্প মন্ত্রণালয়ের সচিব পদে বদলি করা হয়েছে। পরে আবার সেই প্রজ্ঞাপন বাতিল করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মধুচন্দ্রিমায় স্বামী নিহত, কফিন জড়িয়ে হিমাশি

বিজিবির সাবেক মহাপরিচালক সাফিনুলের পরিবারের ৫৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

টিউলিপের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ দিতে ব্যর্থ দুদক: আইনজীবী

এটা ছোটখাটো অপহরণ: চবির ৫ শিক্ষার্থীকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

তৃতীয় শ্রেণিতেও বৃত্তি দেওয়া হবে: প্রাথমিক ও গণশিক্ষাসচিব

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত