টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
বেতনের দাবিতে গাজীপুরের টঙ্গীতে দুইটি পোশাক কারখানায় বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছেন শ্রমিকেরা।
আজ শনিবার সকাল থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত টঙ্গীর খাঁ-পাড়া এলাকায় একই মালিকানাধীন সিজন্স ড্রেসেস লিমিটেড ও মিফকিফ অ্যাপারেলস লিমিটেড কারখানায় এই শ্রমিক বিক্ষোভ হয়।
আজ শনিবার সকাল ৮টার দিকে কারখানা দুইটির শ্রমিকেরা কাজে যোগ দেয়। কয়েক ঘন্টা পর শ্রমিকদের কয়েকজন বেতন পরিশোধের দাবি জানান। এ সময় কারখানা কর্তৃপক্ষ বেতন পরিশোধের কোন সিদ্ধান্ত শ্রমিকদের জানায়নি। এতে শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। সকাল সাড়ে নয়টায় থেকে বিক্ষুব্ধ শ্রমিকেরা কাজ বন্ধ করে কারখানার ভেতরে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে।
দিনভর কর্মবিরতি পালন শেষে সন্ধ্যায় কারখানা মালিক ও পুলিশের দেওয়া আশ্বাসে শ্রমিকেরা কারখানা ছেড়ে চলে যায়।
সিজন্স ড্রেসেস লিমিটেড কারখানা প্রায় ১ হাজার ৫০০ জন ও মিফকিফ অ্যাপারেলস লিমিটেড নামক কারখানায় ৮০০ জন শ্রমিক কাজ করেন।
পুলিশ ও কারখানার শ্রমিক সূত্রে জানা গেছে, কারখানাটিতে এখনো গত এপ্রিল মাসের বেতন বাকি। গত কয়েকদিন যাবত তারিখ ঘোষণা করে বেতন পরিশোধের কথা জানায় মালিকপক্ষ।
আজ সকালে শ্রমিকেরা কারখানায় কাজে যোগ দিয়ে বেতন পরিশোধের দাবি জানালে কারখানা কর্তৃপক্ষ বেতন পরিশোধ করেনি। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকেরা কারখানায় কাজ বন্ধ করে কারখানার ভেতরে অবস্থান নেয়।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শ্রমিক জানান, গত তিন দিন যাবৎ বেতন পরিশোধের তারিখ নির্ধারণ করা হলেও বেতন পরিশোধ করেনি কারখানা কর্তৃপক্ষ। দুটি কারখানায় একই মালিকানাধীন। আগামীকাল রোববার বেতন পরিশোধ না করলে আমরা আন্দোলন করব।
কারখানা দুইটির মালিক বাহাউদ্দিন চৌধুরী বাকের আজকের পত্রিকাকে বলেন, ‘বেতনের দাবিতে শ্রমিকেরা কারখানায় কর্মবিরতি পালন করেছে। দ্রুতই তাদের বেতন পরিশোধ করা হবে।’
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) মো. ওসমান আলী বলেন, ‘গত এপ্রিল মাসের বকেয়া বেতন নিয়ে শ্রমিক অসন্তোষ দেখা দেয়। কারখানা মালিকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি দ্রুতই বেতন পরিশোধ করবেন বলে শ্রমিকদের আশ্বাস দিয়েছেন।’
বেতনের দাবিতে গাজীপুরের টঙ্গীতে দুইটি পোশাক কারখানায় বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছেন শ্রমিকেরা।
আজ শনিবার সকাল থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত টঙ্গীর খাঁ-পাড়া এলাকায় একই মালিকানাধীন সিজন্স ড্রেসেস লিমিটেড ও মিফকিফ অ্যাপারেলস লিমিটেড কারখানায় এই শ্রমিক বিক্ষোভ হয়।
আজ শনিবার সকাল ৮টার দিকে কারখানা দুইটির শ্রমিকেরা কাজে যোগ দেয়। কয়েক ঘন্টা পর শ্রমিকদের কয়েকজন বেতন পরিশোধের দাবি জানান। এ সময় কারখানা কর্তৃপক্ষ বেতন পরিশোধের কোন সিদ্ধান্ত শ্রমিকদের জানায়নি। এতে শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। সকাল সাড়ে নয়টায় থেকে বিক্ষুব্ধ শ্রমিকেরা কাজ বন্ধ করে কারখানার ভেতরে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে।
দিনভর কর্মবিরতি পালন শেষে সন্ধ্যায় কারখানা মালিক ও পুলিশের দেওয়া আশ্বাসে শ্রমিকেরা কারখানা ছেড়ে চলে যায়।
সিজন্স ড্রেসেস লিমিটেড কারখানা প্রায় ১ হাজার ৫০০ জন ও মিফকিফ অ্যাপারেলস লিমিটেড নামক কারখানায় ৮০০ জন শ্রমিক কাজ করেন।
পুলিশ ও কারখানার শ্রমিক সূত্রে জানা গেছে, কারখানাটিতে এখনো গত এপ্রিল মাসের বেতন বাকি। গত কয়েকদিন যাবত তারিখ ঘোষণা করে বেতন পরিশোধের কথা জানায় মালিকপক্ষ।
আজ সকালে শ্রমিকেরা কারখানায় কাজে যোগ দিয়ে বেতন পরিশোধের দাবি জানালে কারখানা কর্তৃপক্ষ বেতন পরিশোধ করেনি। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকেরা কারখানায় কাজ বন্ধ করে কারখানার ভেতরে অবস্থান নেয়।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শ্রমিক জানান, গত তিন দিন যাবৎ বেতন পরিশোধের তারিখ নির্ধারণ করা হলেও বেতন পরিশোধ করেনি কারখানা কর্তৃপক্ষ। দুটি কারখানায় একই মালিকানাধীন। আগামীকাল রোববার বেতন পরিশোধ না করলে আমরা আন্দোলন করব।
কারখানা দুইটির মালিক বাহাউদ্দিন চৌধুরী বাকের আজকের পত্রিকাকে বলেন, ‘বেতনের দাবিতে শ্রমিকেরা কারখানায় কর্মবিরতি পালন করেছে। দ্রুতই তাদের বেতন পরিশোধ করা হবে।’
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) মো. ওসমান আলী বলেন, ‘গত এপ্রিল মাসের বকেয়া বেতন নিয়ে শ্রমিক অসন্তোষ দেখা দেয়। কারখানা মালিকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি দ্রুতই বেতন পরিশোধ করবেন বলে শ্রমিকদের আশ্বাস দিয়েছেন।’
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আমরণ অনশন করছেন গণতান্ত্রিক ছাত্রসংসদের ১৫ জন নেতা–কর্মী। গতকাল মঙ্গলবার রাত ১০টায় শুরু হওয়া এই আমরণ অনশনের প্রায় ১৭ ঘণ্টা পার হয়েছে এবং এরই মধ্যে অনশনে অংশ নেওয়া সংগঠনটির একজ
১ মিনিট আগেদিনাজপুরের খানসামায় সাপের কামড়ে শাকিল ইসলাম (৩১) নামের সাপুড়ের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার খামারপাড়া ইউনিয়নের গারপাড়া পেশার মেম্বারপাড়া এলাকায় ওই ব্যক্তি তাঁর নিজ বাড়িতে দংশনের শিকার হন। এ দিন সন্ধ্যায় চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে লাশ বাড়ি নিয়ে রাতভর ওঝা-কবিরাজ দিয়ে
৪ মিনিট আগেচট্টগ্রাম নগরে সড়ক অবরোধ করে বিক্ষোভের সময় ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় পাঁচ পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। আজ বুধবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে নগরের চান্দগাঁও থানাধীন বাহির সিগন্যাল এলাকায় এ সংঘর্ষ হয়।
৭ মিনিট আগেরাজধানীতে রাস্তা অবরোধ করে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানায় পুলিশ।
৮ মিনিট আগে