নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর গেন্ডারিয়ায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে মো. সিয়াম শেখ (২০) নামের এক যুবক খুন হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গেন্ডারিয়া ঢালকানগর শহীদ চেয়ারম্যানের বাড়ির সামনে একটি রিকশার গ্যারেজে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে রাত পৌনে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
ঢামেক হাসপাতালে নিয়ে আসা নিহতের ভাগনে মো. সালমান বলেন, সিয়াম ইফতারের পর বাসা থেকে বের হয়েছিলেন। সেখানে ঢালকানগর এলাকায় স্থানীয় তাসিন ও তার আপন ভাই সোয়াদসহ ১৫-২০ জন গ্যারেজের ভেতরে নিয়ে পিঠে, মাথায় ও পেটে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়। পরে সেখান থেকে রাত পৌনে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সালমান আরও বলেন, ৩-৪ দিন আগে এলাকায় ছাত্রলীগের তাসিন, সোয়াদদের সঙ্গে কোনো বিষয় নিয়ে তর্কবিতর্ক ও ঝগড়া হয়েছিল। এরা সবাই কিশোর গ্যাংয়ের সদস্য। তাদের সঙ্গে আগে কোনো শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
জানা গেছে, নিহত সিয়াম মাদারীপুর জেলার রাজৈর উপজেলার শ্রীকৃষ্ণদি কবিরাজপুর গ্রামের টংদোকানি মো. ইয়াকুব আলী শেখের ছেলে। সিয়াম ইসলামপুরে কাপড়ের দোকানের সেলসম্যানের চাকরি করতেন। দুই মাস ধরে বেকার ছিলেন তিনি।
বর্তমানে গেন্ডারিয়া সাধনা গলি এলাকায় পরিবার সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। মা-বাবার একমাত্র সন্তান ছিলেন সিয়াম। এক বছর হয় বিয়ে করেছিলেন। তাঁর স্ত্রীর নাম আলো বেগম।
রাজধানীর গেন্ডারিয়ায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে মো. সিয়াম শেখ (২০) নামের এক যুবক খুন হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গেন্ডারিয়া ঢালকানগর শহীদ চেয়ারম্যানের বাড়ির সামনে একটি রিকশার গ্যারেজে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে রাত পৌনে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
ঢামেক হাসপাতালে নিয়ে আসা নিহতের ভাগনে মো. সালমান বলেন, সিয়াম ইফতারের পর বাসা থেকে বের হয়েছিলেন। সেখানে ঢালকানগর এলাকায় স্থানীয় তাসিন ও তার আপন ভাই সোয়াদসহ ১৫-২০ জন গ্যারেজের ভেতরে নিয়ে পিঠে, মাথায় ও পেটে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়। পরে সেখান থেকে রাত পৌনে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সালমান আরও বলেন, ৩-৪ দিন আগে এলাকায় ছাত্রলীগের তাসিন, সোয়াদদের সঙ্গে কোনো বিষয় নিয়ে তর্কবিতর্ক ও ঝগড়া হয়েছিল। এরা সবাই কিশোর গ্যাংয়ের সদস্য। তাদের সঙ্গে আগে কোনো শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
জানা গেছে, নিহত সিয়াম মাদারীপুর জেলার রাজৈর উপজেলার শ্রীকৃষ্ণদি কবিরাজপুর গ্রামের টংদোকানি মো. ইয়াকুব আলী শেখের ছেলে। সিয়াম ইসলামপুরে কাপড়ের দোকানের সেলসম্যানের চাকরি করতেন। দুই মাস ধরে বেকার ছিলেন তিনি।
বর্তমানে গেন্ডারিয়া সাধনা গলি এলাকায় পরিবার সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। মা-বাবার একমাত্র সন্তান ছিলেন সিয়াম। এক বছর হয় বিয়ে করেছিলেন। তাঁর স্ত্রীর নাম আলো বেগম।
জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের সমালোচনা করে খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, ‘চব্বিশের গণ-অভ্যুত্থানে হাজারো শহীদের রক্তের মঞ্চে দাঁড়িয়ে যে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকার নতুন ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়েছে বলে আমরা আশঙ্কা করছি।’
২৪ মিনিট আগেরাজধানীর পুরান ঢাকায় ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে মো. সোহাগকে (৪৩) পাথর দিয়ে আঘাত করে নির্মমভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আরও এক আসামি হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আজ শনিবার (১৯ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামি সজীব ব্যাপারী ফৌজদারি কার্যবিধির
২৪ মিনিট আগেবিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে নিয়ে ‘বিষোদ্গারমূলক’ বক্তব্য প্রত্যাহার করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও তাঁর দলকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় বিএনপির নেতারা। আজ শনিবার রাতে কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরীর...
৩৩ মিনিট আগেগোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ঘিরে সহিংসতার ঘটনায় আরও একটি মামলা করেছে পুলিশ। এ নিয়ে সংঘর্ষকে কেন্দ্র করে মামলার সংখ্যা দাঁড়াল চারটিতে। এসব মামলায় মোট আসামি ৩ হাজার। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে এসব মামলায় আরও ১১৯ জনকে গ্রেপ্তার করেছে। এদিকে ১৪ ঘণ্টা শিথিল থাকার পর শনিবার রাত ৮টা থেকে...
৪০ মিনিট আগে