Ajker Patrika

লালকুঠি এলাকা থেকে লঞ্চ টার্মিনাল সরানোর অনুরোধ মেয়র তাপসের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ মে ২০২২, ১৭: ৩৬
Thumbnail image

ঐতিহ্য রক্ষার স্বার্থে পুরান ঢাকার লালকুঠি এবং রূপলাল হাউসসংলগ্ন এলাকা থেকে দ্রুত লঞ্চ টার্মিনাল সরাতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষকে (বিআইডব্লিউটিএ) অনুরোধ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। সোমবার দুপুরে লালকুঠিতে অনুষ্ঠিত ‘ঢাকা সিটি নেইবারহুড আপগ্রেডিং প্রজেক্ট’-এর এক প্রদর্শনীতে তিনি এই অনুরোধ করেছেন। 

প্রদর্শনী শেষে মেয়র তাপস বলেন, ‘এখানে বিআইডব্লিউটিএর কর্মকর্তারা আছেন, আমি তাঁদের বলছি যে—আজ থেকেই দ্রুত গতিতে ঢাকার ঐতিহ্যবাহী নদীগুলোর সামনে থেকে অবৈধ স্থাপনা এবং লঞ্চ টার্মিনালগুলো সরিয়ে নেওয়া হোক। আমাদের পরিকল্পনা অনুযায়ী এগুলোকে সরাতে হবে। এটি কীভাবে করবেন তা আপনারা জানেন, আমি না। আমি শুধু জানি, ঢাকাকে নতুন করে সাজাতে হবে। আমরা শুধু লালকুঠি বা নর্থব্রুক হল নতুন করে সাজাব বা গড়ে তুলব না বরং আমরা নতুন করে গড়ে তুলব আমাদের ঢাকাকে।’ 

এ সময় প্রদর্শনীতে ইতিহাসবিদ মুনতাসীর মামুন, স্থপতি মোবাশ্বের হোসেন, বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি ট্যাম্বোনসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত