প্রতিনিধি, ফরিদপুর
টানা ২০ দিন ধরে ফরিদপুরে বিপৎসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এতে পাঁচটি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫টি স্কুলের শ্রেণিকক্ষ ও ৪৪টি স্কুলের মাঠ তলিয়ে গেছে। এতে ১২ সেপ্টেম্বর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা থাকলেও তা নিয়ে অনিশ্চয়তার দেখা দিয়েছে।
আজ বুধবার সরেজমিনে গিয়ে দেখা যায়, ওই স্কুলগুলোর মাঠ ও শ্রেণিকক্ষ পানিতে ডুবে আছে। দীর্ঘদিন পানিতে ডুবে থাকায় সেখানে শেওলা জমে গেছে। ফলে পানি না নামা পর্যন্ত কোনোভাবেই স্কুলে প্রবেশ করা সম্ভব হবে না।
এ বিষয়ে ফরিদপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম বলেন, জেলার সদর, ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন ও মধুখালী উপজেলায় ৪৪টি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ বন্যার পানিতে তলিয়ে গেছে। এ ছাড়া আরও পাঁচটি বিদ্যালয়ের শ্রেণিকক্ষ পানিতে ডুবে রয়েছে।
উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাকুজ্জামান বলেন, আমার ইউনিয়নের পদ্মারচর মাধ্যমিক বিদ্যালয় ও ফেরদৌসী মোহন মিয়া জুনিয়র উচ্চ বিদ্যালয়ের মাঠে পানি জমে রয়েছে। এ অবস্থায় সেখানে ক্লাস শুরু করা সম্ভব হবে না।
উপজেলার চেয়ারম্যান কাজী শফিকুর রহমান বলেন, পানি নেমে না যাওয়া পর্যন্ত ওই স্কুলগুলো চালু করা সম্ভব হবে না। পানি নামা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে।
ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেন, আমরা পানিবন্দী স্কুলগুলোর নিয়মিত খোঁজ রাখছি। যেহেতু বন্যার পানি কমতে শুরু করেছে সেহেতু অল্প কিছুদিনের মধ্যে স্কুলগুলো ক্লাসের উপযোগী হবে।
জেলা প্রশাসক আরও বলেন, এরই মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে স্কুলগুলো ব্যবহার উপযোগী করা হবে।
টানা ২০ দিন ধরে ফরিদপুরে বিপৎসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এতে পাঁচটি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫টি স্কুলের শ্রেণিকক্ষ ও ৪৪টি স্কুলের মাঠ তলিয়ে গেছে। এতে ১২ সেপ্টেম্বর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা থাকলেও তা নিয়ে অনিশ্চয়তার দেখা দিয়েছে।
আজ বুধবার সরেজমিনে গিয়ে দেখা যায়, ওই স্কুলগুলোর মাঠ ও শ্রেণিকক্ষ পানিতে ডুবে আছে। দীর্ঘদিন পানিতে ডুবে থাকায় সেখানে শেওলা জমে গেছে। ফলে পানি না নামা পর্যন্ত কোনোভাবেই স্কুলে প্রবেশ করা সম্ভব হবে না।
এ বিষয়ে ফরিদপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম বলেন, জেলার সদর, ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন ও মধুখালী উপজেলায় ৪৪টি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ বন্যার পানিতে তলিয়ে গেছে। এ ছাড়া আরও পাঁচটি বিদ্যালয়ের শ্রেণিকক্ষ পানিতে ডুবে রয়েছে।
উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাকুজ্জামান বলেন, আমার ইউনিয়নের পদ্মারচর মাধ্যমিক বিদ্যালয় ও ফেরদৌসী মোহন মিয়া জুনিয়র উচ্চ বিদ্যালয়ের মাঠে পানি জমে রয়েছে। এ অবস্থায় সেখানে ক্লাস শুরু করা সম্ভব হবে না।
উপজেলার চেয়ারম্যান কাজী শফিকুর রহমান বলেন, পানি নেমে না যাওয়া পর্যন্ত ওই স্কুলগুলো চালু করা সম্ভব হবে না। পানি নামা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে।
ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেন, আমরা পানিবন্দী স্কুলগুলোর নিয়মিত খোঁজ রাখছি। যেহেতু বন্যার পানি কমতে শুরু করেছে সেহেতু অল্প কিছুদিনের মধ্যে স্কুলগুলো ক্লাসের উপযোগী হবে।
জেলা প্রশাসক আরও বলেন, এরই মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে স্কুলগুলো ব্যবহার উপযোগী করা হবে।
পুলিশ জানায়, বস্তুগুলো বোমা বা ককটেল হবে কিনা তা এখনও নিশ্চিত নয়। তবে বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে এসে বস্তুগুলো নিরাপদভাবে সরাবে। মাগুরা সেনাবাহিনীর ক্যাম্প থেকে সেনারা ঘটনাস্থলে পৌঁছে পুলিশের সঙ্গে কথা বলার পর চলে যান, কিন্তু সাংবাদিকদের সঙ্গে কোনো মন্তব্য করেননি।
১৪ মিনিট আগেকুড়িগ্রামের নাগেশ্বরীতে সহিবুর রহমান স্বপন প্রধানী (৬৫) নামে অবসরপ্রাপ্ত এক সাব-রেজিস্ট্রারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে নাগেশ্বরী পৌরসভা এলাকার হলিকেয়ার ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার লাগোয়া বিলের কচুরি পানার নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগেপুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত সাড়ে ৩টার দিকে আদালতপাড়া সংলগ্ন ডাচ বাংলা ব্যাংকের ফাস্টট্র্যাক এটিএম বুথে ঢুকে একদল ডাকাত নিরাপত্তাকর্মী মুজিবুরকে বেধড়ক মারপিট করে। পরে তাঁকে কম্বল দিয়ে পেঁচিয়ে বুথের ভেতরের একটি অন্ধকার কক্ষে ফেলে রাখা হয়। এ সময় বুথের টাকার মেশিন ভাঙচুর করে ও একটি ল্যাপটপ
১ ঘণ্টা আগেগত শুক্রবার সন্ধ্যায় স্থানীয় যুবদল নেতা নাজমুল হাসান মিহির ও তার ভাই মাহিদুল কয়েকজন অনুসারী নিয়ে যুবলীগ নেতা শাকিলের বাড়ির কাছে এসে অবস্থান নেয়। একপর্যায়ে তারা শাকিলকে গালিগালাজ শুরু করলে তিনি বাড়ি থেকে বের হয়ে আসেন। ওই সময় উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়।
২ ঘণ্টা আগে