Ajker Patrika

রাজধানীর কুড়িলে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ মে ২০২৪, ২০: ৩৪
রাজধানীর কুড়িলে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ

বকেয়া বেতনের দাবিতে রাজধানীর ভাটারা থানাধীন কুড়িল বিশ্বরোড অবরোধ করেছেন পোশাকশ্রমিকেরা। এতে ওই এলাকায় রাস্তার উভয় পাশের সড়কে যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ থাকে। 

আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে কুড়িল ফ্লাইওভারের নিচের এই সড়ক অবরোধ করেন ইউরো জোন ফ্যাশনস লিমিটেড নামে একটি পোশাক কারখানার শ্রমিকেরা। 

বিক্ষুব্ধ শ্রমিকদের দাবি, তাঁদের বেতন-ভাতা বন্ধ রয়েছে। দেওয়া হয়নি বকেয়া বেতনও। কোনো সুরাহা না হওয়ায় বাধ্য হয়ে তাঁরা রাস্তায় নেমেছেন। 

এদিকে, শ্রমিকদের সড়ক অবরোধের কারণে যান চলাচল বন্ধ থাকায় কুড়িল ফ্লাইওভার এলাকায় যানজটের সৃষ্টি হয়। পরে বিষয়টি সমাধানের আশ্বাসে অবরোধ তুলে নেন শ্রমিকেরা। 

বাড্ডা জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) হাসানুজ্জামান মোল্যা আজকের পত্রিকাকে বলেন, ‘বেতন-ভাতা ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে ইউরো জোন ফ্যাশনস লিমিটেড নামে একটি কারখানার শ্রমিকেরা কুড়িল ফ্লাইওভারের নিচে রাস্তা অবরোধ করে। এতে সড়কে যানজট তৈরি হয়। তবে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি যেন না হয়, সে জন্য ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করে পরিস্থিতি স্বাভাবিক রাখা হয়।’ 

হাসানুজ্জামান আরও বলেন, ‘শ্রমিক ও মালিকদের সঙ্গে আলোচনা করে আমরা সড়কে যান চলাচল স্বাভাবিক করেছি। আগামী রোববার মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে তাঁদের বকেয়া বেতনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

আদালতের বিচারকাজে বাধা দেওয়ায় আইনজীবীর দণ্ড, ক্ষমা চেয়ে পার

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত