Ajker Patrika

রাজধানীতে ছুরিকাঘাতে তরুণ নিহত, আহত ১ 

ঢামেক প্রতিবেদক
আপডেট : ০৮ মার্চ ২০২৪, ১৩: ৫৫
রাজধানীতে ছুরিকাঘাতে তরুণ নিহত, আহত ১ 

রাজধানীর উত্তর মুগদায় ধারালো অস্ত্রের আঘাতে পিয়াস ইকবাল (২৩) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। তিনি কবি নজরুল কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় পিয়াসের বন্ধু শামীম (২৪) গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি আছেন। 

গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উত্তর মুগদা লিটল অ্যাঞ্জেল গলিতে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পিয়াস ও শামীমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে মারা যান পিয়াস। 

পিয়াসের প্রতিবেশী ফখরুল আলম জানান, পিয়াসের বাবার নাম ইকবাল হোসেন। তাঁদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায়। উত্তর মুগদায় পরিবারের সঙ্গে থাকতেন পিয়াস। রাত ১০টার দিকে পরিচিত কয়েকজন বন্ধুবান্ধব পিয়াসকে বাসা থেকে ডেকে নিয়ে যান। এর কিছুক্ষণ পর বাসার অদূরে লিটল অ্যাঞ্জেল গলিতে তাঁকে ও তাঁর বন্ধু শামীমকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। পরে তাঁদের ঢামেকে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পিয়াস মারা যান। শামীম হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি। 

চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া। তিনি জানিয়েছেন, পিয়াসের মরদেহ মর্গে রাখা হয়েছে। আর শামীম জরুরি বিভাগে চিকিৎসাধীন। মোবাইল ফোন কেনাবেচা নিয়ে দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাটি মুগদা থানার পুলিশ তদন্ত করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত