Ajker Patrika

বর্ণিল রঙে সেজেছে জুরাইন ফ্লাইওভারের পিলার ও দেয়াল

শ্যামপুর ও কদমতলী (ঢাকা) প্রতিনিধি 
বর্ণিল রঙে সেজেছে জুরাইন ফ্লাইওভারের পিলার ও দেয়াল

পাল্টে গেছে রাজধানীর জুরাইন ফ্লাইওভারের চিত্র। নানান রঙে রাঙানো হয়েছে ফ্লাইওভারের পিলার ও দেয়াল। শুধু তাই নয়, এখানে শিক্ষার্থীরা এঁকেছেন নানা আলপনা। লিখেছেন অনেক উপদেশমূলক বাণী। তবে নেই রাজনৈতিক দলের কোনো নেতার ছবি, নেই রাজনৈতিক স্লোগান। 

সরেজমিনে দেখা গেছে, ঢাকা-মাওয়া সড়কের জুরাইন এলাকার ফ্লাইওভারের নিচে রয়েছে কয়েকটি মোটা পিলার এবং চারদিকে রয়েছে কয়েকটি নিচু দেয়াল। এসব পিলার ও দেয়ালে রং দিয়ে নানা আলপনা ও ছবি এঁকেছেন কয়েকশ ছাত্র-ছাত্রী। পিলারে তাঁরা শহীদ মিনার ও গ্রামগঞ্জের অনেক চিত্র তুলে ধরেছেন। এখানে লেখা রয়েছে ‘এখানে প্রস্রাব করা নিষেধ’, ‘নামাজ কায়েম করুন’, ‘মানুষের চেয়ে নহে কিছু বড় নহে কিছু মহীয়ান’ ইত্যাদি উপদেশমূলক বাণীও। 

গত কয়েক দিন ধরে শিক্ষার্থীরা এই ফ্লাইওভারের নিচে কয়েক বছরের জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। বন্ধ হয়েছে পাবলিকের প্রস্রাব করা। ফলে ফ্লাইওভারের নিচের অংশ হয়েছে চকচকে ও দূর হয়েছে প্রস্রাবের দুর্গন্ধ। 

শিক্ষার্থী সুমন বলেন, ‘এত দিন ফ্লাইওভারের নিচের পিলার ও দেয়ালে এবং এর আশপাশে ব্যানার, ফেস্টুন ও পোস্টারে ছেয়ে গিয়েছিল। সৌন্দর্য হারিয়েছিল ফ্লাইওভারের পরিবেশ। তাই আমরা এসব পরিষ্কার করে পিলার ও দেয়ালে সৌন্দর্য বর্ধনে রং দিয়ে বিভিন্ন ধরনের ছবি ও আলপনা আঁকছি। তবে আমরা কোনো দলের হয়ে কাজ করছি না বা কোনো রাজনৈতিক স্লোগানও লিখছি না।’ 

আরেক শিক্ষার্থী শায়লা বলেন, ‘আমাদের আন্দোলনের স্মৃতি ধরে রাখতে এসব সমাজ সেবামূলক কাজ করছি। কিন্তু জানি না আমরা চলে গেলে এসব ঠিক থাকবে কিনা। তবে আমরা পর্যায়ক্রমে এখানকার এই ফ্লাইওভারের সব পিলার ও দেয়াল রাঙাব।’ 

জুরাইন ফ্লাইওভারের পিলার ও দেয়ালে ছবি আঁকছেন শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকাএলাকার বাসিন্দা জামান বলেন, এত দিন ফ্লাইওভারের নিচে ময়লা-আবর্জনায় নোংরা হয়ে ছিল। সে সঙ্গে প্রস্রাবের দুর্গন্ধে নাক চেপে হাঁটতে হতো। এখন আর সেসব নেই। পাল্টে গেছে এখানকার চেহারা। কিন্তু এটা কত দিন থাকে, সেটাই দেখার বিষয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত