Ajker Patrika

ছাত্রলীগ নেতা লিপ্টন ও সেই কলেজশিক্ষক মুকিবসহ পাঁচজন রিমান্ডে

অনলাইন ডেস্ক
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা একটি হত্যা মামলায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উপনাট্যবিষয়ক সম্পাদক লিপ্টন ইসলামকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। অন্যদিকে সন্ত্রাসবিরোধী দায়ের করা একটি মামলায় লালমনিরহাটের কলেজশিক্ষক ও সাবেক ছাত্রলীগ নেতা মুকিব মিয়াসহ পাঁচজনকে তিন দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম পৃথক আদেশে রিমান্ড মঞ্জুর করেন।

আজ বিকেলে লিপ্টন ইসলামকে আদালতে হাজির করে শাহবাগ থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. ইলিয়াস কবির সাত দিনের রিমান্ডের আবেদন করেন। আসামির পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে লিপ্টন ইসলামকে গ্রেপ্তার আটক করে পুলিশ। পরে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।

মামলা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট হাইকোর্টের মাজার গেট এলাকায় আন্দোলনে অংশ নেন সোবহান মুনশি। বেলা ১১টায় গুলিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। পরে সন্ধ্যায় ডাক্তার মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের খালাতো ভাই গত ৩ ডিসেম্বর শাহবাগ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় বলা হয়েছে আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও পুলিশের গুলিতে সোবহান মুনশি মারা যান।

অপর দিকে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের লিফলেট বিতরণের অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কলেজশিক্ষক মুকিব মিয়াসহ পাঁচজনকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

অন্যরা হলেন যুবলীগের সদস্য কপিল হালদার সজল, মতিঝিল থানা যুবলীগের সদস্য কে এম সাইফুল খান, ফতুল্লা থানা যুবলীগের সদস্য শেখ মোহাম্মদ হাফিজ ও মোনালিসা জুঁই।

তাঁদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। ৩ ফেব্রুয়ারি গভীর রাতে তাঁদের মিরপুর এলাকা থেকে আটক করে পুলিশ। এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ডের আবেদনসহ ৪ ফেব্রুয়ারি তাঁদের আদালতে হাজির করা হয়। ওই দিন আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং রিমান্ড শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন।

মুকিব নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক গণশিক্ষাবিষয়ক সম্পাদক ছিলেন। এ ছাড়া তিনি লালমনিরহাটের পাটগ্রামের সরকারি কাজী আব্দুল গণি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও বিসিএস শিক্ষা ক্যাডারের ৩১তম ব্যাচের কর্মকর্তা।

মামলার সূত্রে জানা গেছে, ১ ফেব্রুয়ারি সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবিতে তাঁরা লিফলেট বিতরণ করেন। এ সময় স্লোগান, মিছিল দিয়ে তাদের নিষিদ্ধঘোষিত সংগঠনের কার্যক্রমকে গতিশীল করা, সরকার তথা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র, রাষ্ট্রের ক্ষতি সাধনের লক্ষ্যে অপপ্রচারের উদ্দেশ্যে জনগণের সম্মুখে কালো আইন বাতিল, নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ বিভিন্ন ধরনের স্লোগান দেয়। ঘটনার দিন আসামিরা সংঘবদ্ধভাবে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের লিফলেট বিতরণ করেছে। এ ঘটনায় ২ ফেব্রুয়ারি রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত