Ajker Patrika

হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ১৫: ০২
Thumbnail image

রাজধানীর উত্তরায় হাসপাতাল থেকে মো. আশিক সরকার (৫১) নামের অ্যাম্বুলেন্সচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

উত্তরা ৯ নম্বর সেক্টরের ‘উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের’ আন্ডারগ্রাউন্ডের রেস্ট রুম থেকে মঙ্গলবার (২৩ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে তাঁর মরদেহটি উদ্ধার করে পুলিশ। 

নিহত ওই অ্যাম্বুলেন্সচালক হলেন খুলনার চিতলমারী উপজেলার শৈলদা গ্রামের উজির সরকারের ছেলে। বর্তমানের উত্তরা ৯ নম্বর সেক্টরের ৫ নম্বর সড়কের ৫২ নম্বর বাসায় থাকতেন। 

হাসপাতাল ও উত্তরা পশ্চিম থানার পুলিশ সূত্রে জানা গেছে, নিহত আশিক সরকার একটি অ্যাম্বুলেন্স চালাতেন। আজ মঙ্গলবার সকাল ৬টা ৩৪ মিনিটে অ্যাম্বুলেন্স চালানো শেষে হাসপাতালটির আন্ডারগ্রাউন্ডের রেস্ট রুমে যান। পরে রুমের দরজা লাগিয়ে সকাল ৭টা থেকে ৮টার মধ্যবর্তী সময় তিনি ফ্যানের হুকের সঙ্গে গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। পরে খবর পেয়ে উত্তরা পশ্চিম থানার পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। 

আশিক সরকারের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে এসেছেন তাঁর দুই বউ। তাঁরা জানিয়েছেন, এক নারীর সঙ্গে তাঁর পরকীয়ার সম্পর্ক রয়েছে। পরকীয়ার কারণে স্থানীয়ভাবে বিচার-সালিসও হয়েছে। ওই নারী গতকাল (সোমবার) রাতে আশিক সরকারকে এসে মারধর করে চলে গেছেন। আজ সকাল ৬টার দিকে আশিক সরকার তাঁর ছোট বউয়ের সঙ্গে ফোনেও কথা বলেছেন। 

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসান আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের আন্ডারগ্রাউন্ড থেকে একজন অ্যাম্বুলেন্সচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত