Ajker Patrika

রাজধানীর ফুটপাতে অজ্ঞাত শিশুর লাশ, শরীরে আঘাত নেই-মুখে ফেনা 

ঢামেক প্রতিনিধি
রাজধানীর ফুটপাতে অজ্ঞাত শিশুর লাশ, শরীরে আঘাত নেই-মুখে ফেনা 

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার ফুটপাত থেকে অজ্ঞাত পরিচয়ের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই মেয়ে শিশুটির আনুমানিক বয়স পাঁচ থেকে ছয় বছর হতে পারে। পুলিশের ধারণা—শিশুটিকে হত্যা করে মরদেহ ফুটপাতে ফেলে দেওয়া হয়েছে। 

আজ রোববার সকাল ৮টার দিকে তেজগাঁও শহীদ তাজউদ্দীন আহমেদ সরণির ডিপিডিসির নির্মাণাধীন ভবনের সীমানার পাশের ফুটপাত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। 

এ বিষয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) তানজিম ইয়াসমিন আজকের পত্রিকাকে বলেন, ‘শিশুটির শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তবে তার নাক-মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল। শিশুটিকে বিষ জাতীয় কিছু খাইয়ে হত্যা করে থাকতে পারে। শিশুটির পরনে রয়েছে একটি হাফ প্যান্ট ও ফ্রক। তার পায়ে মেহেদী লাগানো আছে।’ 

তিনি আরও বলেন, ‘ধারণা করা হচ্ছে শনিবার দিবাগত রাত থেকে রোববার সকাল পৌনে ৭টার মধ্যে কে বা কারা মেয়ে শিশুটির মরদেহ ফুটপাতে ফেলে গেছে। আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে শনাক্তের চেষ্টা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। বিস্তারিত জানার জন্য কাজ চলছে।’ 

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত