নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর পুরান ঢাকায় ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে মো. সোহাগকে (৪৩) পাথর দিয়ে আঘাত করে নির্মমভাবে হত্যার ঘটনায় করা মামলায় আরও দুই আসামিকে পাঁচ দিন করে রিমান্ডে নেওয়া হয়েছে। আজ সোমবার (১৪ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া তাঁদের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।
যাঁদের রিমান্ডে নেওয়া হয়েছে, তাঁরা হলেন—রাজীব ব্যাপারী ও সজীব ব্যাপারী। দুজনই এই মামলার এজাহারনামীয় আসামি ও তাঁরা আপন দুই ভাই।
বিকেলে দুই আসামিকে আদালতে হাজির করে কোতোয়ালি থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মনিরুজ্জামান প্রত্যেকের সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, তাঁদের নাম-ঠিকানা যাচাই করা, কী কারণে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, তার ধারাবাহিক ঘটনা উদ্ঘাটন, কারা কারা ঘটনায় জড়িত তাঁদের পরিচয় জানা, তাঁদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করার জন্য প্রত্যেককে রিমান্ডে নেওয়া প্রয়োজন। শুনানি শেষে আদালত প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। তাঁদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের কোতোয়ালি থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই তানভীর বিষয়টি নিশ্চিত করেন।
গতকাল রোববার (১৩ জুলাই) ভোরে নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার চায়না মোড় এলাকা থেকে স্থানীয় পুলিশের সহায়তায় রাজীব ও সজীবকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গত শুক্রবার এই মামলায় গ্রেপ্তার মাহমুদুল হাসান মহিনকে পাঁচ দিন, গত শনিবার আসামি টিটন গাজীকে পাঁচ দিন এবং গতকাল আলমগীর ও মনির ওরফে লম্বা মনিরকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
গত বুধবার (৯ জুলাই) বিকেলে মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর ফটকের সামনে প্রকাশ্যে কংক্রিট বোল্ডার দিয়ে শরীর ও মাথা থেঁতলে হত্যা করা হয় ভাঙারি ও পুরোনো তারের ব্যবসায়ী যুবদলের কর্মী লাল চাঁদ ওরফে মো. সোহাগকে। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।
নিহত মো. সোহাগ কেরানীগঞ্জ মডেল থানার পূর্ব নামাবাড়ি গ্রামের ইউসুফ আলী হাওলাদারের ছেলে।
এ ঘটনায় নিহত সোহাগের বোন মঞ্জুয়ারা বেগম বাদী হয়ে ১৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
মামলার এজাহারে বাদী বলেছেন, সোহাগ দীর্ঘদিন ওই এলাকায় ব্যবসা করায় ব্যবসায়িক বিভিন্ন বিষয়সহ আধিপত্য বিস্তার নিয়ে আসামিদের সঙ্গে তাঁর বিরোধ চলে আসছিল। এর জেরে তাঁরা সোহাগের গুদাম তালাবদ্ধ করে রেখেছিলেন। সেই সঙ্গে তাঁকে এলাকাছাড়া করতে নানা রকম ভয় দেখিয়ে আসছিলেন। এরপর গত বুধবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে তাঁরা পূর্বপরিকল্পিতভাবে অস্ত্রশস্ত্র নিয়ে সোহাগের ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে তাঁকে টেনেহিঁচড়ে বের করেন। তাঁকে মারধর করতে করতে মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর ফটকের ভেতরে নিয়ে যান।
একপর্যায়ে রড, লাঠি, সিমেন্টের ব্লক বা ইট দিয়ে আঘাত করেন। মারতে মারতে তাঁকে বিবস্ত্র করে ফেলেন। একপর্যায়ে সোহাগ নিস্তেজ হয়ে ড্রেনের পাশে লুটিয়ে পড়েন। তখন তাঁর নিথর দেহ টেনে হাসপাতালের সামনের রাস্তায় নিয়ে যায় দুর্বৃত্তরা।
মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন মাহমুদুল হাসান মহিন, তারেক রহমান রবিন, টিটন গাজী, সারোয়ার হোসেন টিটু, মনির ওরফে ছোট মনির, আলমগীর, মনির ওরফে লম্বা মনির, মো. নান্নু, সজীব, রিয়াদ, রাজীব, সাবা করিম লাকী, কালু ওরফে স্বেচ্ছাসেবক কালু, রজব আলী পিন্টু, সিরাজুল ইসলাম, মিজান, অপু দাস, হিম্মত আলী ও আনিসুর রহমান হাওলাদার।
তাঁদের মধ্যে মাহমুদুল হাসান মহিন, তারেক রহমান রবিন, মনির ওরফে লম্বা মনির, আলমগীর, টিটন গাজী, রাজীব ব্যাপারী ও সজীব ব্যাপারীকে গ্রেপ্তার করা হয়েছে।
রাজধানীর পুরান ঢাকায় ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে মো. সোহাগকে (৪৩) পাথর দিয়ে আঘাত করে নির্মমভাবে হত্যার ঘটনায় করা মামলায় আরও দুই আসামিকে পাঁচ দিন করে রিমান্ডে নেওয়া হয়েছে। আজ সোমবার (১৪ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া তাঁদের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।
যাঁদের রিমান্ডে নেওয়া হয়েছে, তাঁরা হলেন—রাজীব ব্যাপারী ও সজীব ব্যাপারী। দুজনই এই মামলার এজাহারনামীয় আসামি ও তাঁরা আপন দুই ভাই।
বিকেলে দুই আসামিকে আদালতে হাজির করে কোতোয়ালি থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মনিরুজ্জামান প্রত্যেকের সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, তাঁদের নাম-ঠিকানা যাচাই করা, কী কারণে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, তার ধারাবাহিক ঘটনা উদ্ঘাটন, কারা কারা ঘটনায় জড়িত তাঁদের পরিচয় জানা, তাঁদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করার জন্য প্রত্যেককে রিমান্ডে নেওয়া প্রয়োজন। শুনানি শেষে আদালত প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। তাঁদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের কোতোয়ালি থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই তানভীর বিষয়টি নিশ্চিত করেন।
গতকাল রোববার (১৩ জুলাই) ভোরে নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার চায়না মোড় এলাকা থেকে স্থানীয় পুলিশের সহায়তায় রাজীব ও সজীবকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গত শুক্রবার এই মামলায় গ্রেপ্তার মাহমুদুল হাসান মহিনকে পাঁচ দিন, গত শনিবার আসামি টিটন গাজীকে পাঁচ দিন এবং গতকাল আলমগীর ও মনির ওরফে লম্বা মনিরকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
গত বুধবার (৯ জুলাই) বিকেলে মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর ফটকের সামনে প্রকাশ্যে কংক্রিট বোল্ডার দিয়ে শরীর ও মাথা থেঁতলে হত্যা করা হয় ভাঙারি ও পুরোনো তারের ব্যবসায়ী যুবদলের কর্মী লাল চাঁদ ওরফে মো. সোহাগকে। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।
নিহত মো. সোহাগ কেরানীগঞ্জ মডেল থানার পূর্ব নামাবাড়ি গ্রামের ইউসুফ আলী হাওলাদারের ছেলে।
এ ঘটনায় নিহত সোহাগের বোন মঞ্জুয়ারা বেগম বাদী হয়ে ১৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
মামলার এজাহারে বাদী বলেছেন, সোহাগ দীর্ঘদিন ওই এলাকায় ব্যবসা করায় ব্যবসায়িক বিভিন্ন বিষয়সহ আধিপত্য বিস্তার নিয়ে আসামিদের সঙ্গে তাঁর বিরোধ চলে আসছিল। এর জেরে তাঁরা সোহাগের গুদাম তালাবদ্ধ করে রেখেছিলেন। সেই সঙ্গে তাঁকে এলাকাছাড়া করতে নানা রকম ভয় দেখিয়ে আসছিলেন। এরপর গত বুধবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে তাঁরা পূর্বপরিকল্পিতভাবে অস্ত্রশস্ত্র নিয়ে সোহাগের ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে তাঁকে টেনেহিঁচড়ে বের করেন। তাঁকে মারধর করতে করতে মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর ফটকের ভেতরে নিয়ে যান।
একপর্যায়ে রড, লাঠি, সিমেন্টের ব্লক বা ইট দিয়ে আঘাত করেন। মারতে মারতে তাঁকে বিবস্ত্র করে ফেলেন। একপর্যায়ে সোহাগ নিস্তেজ হয়ে ড্রেনের পাশে লুটিয়ে পড়েন। তখন তাঁর নিথর দেহ টেনে হাসপাতালের সামনের রাস্তায় নিয়ে যায় দুর্বৃত্তরা।
মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন মাহমুদুল হাসান মহিন, তারেক রহমান রবিন, টিটন গাজী, সারোয়ার হোসেন টিটু, মনির ওরফে ছোট মনির, আলমগীর, মনির ওরফে লম্বা মনির, মো. নান্নু, সজীব, রিয়াদ, রাজীব, সাবা করিম লাকী, কালু ওরফে স্বেচ্ছাসেবক কালু, রজব আলী পিন্টু, সিরাজুল ইসলাম, মিজান, অপু দাস, হিম্মত আলী ও আনিসুর রহমান হাওলাদার।
তাঁদের মধ্যে মাহমুদুল হাসান মহিন, তারেক রহমান রবিন, মনির ওরফে লম্বা মনির, আলমগীর, টিটন গাজী, রাজীব ব্যাপারী ও সজীব ব্যাপারীকে গ্রেপ্তার করা হয়েছে।
ফেনীতে এবারের বন্যায় কৃষক, মাছচাষি ও গবাদিপশু পালনকারীরা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছেন। জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ ১০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। বন্যার পানি পুরোপুরি নামলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়বে বলে ধারণা করা
৭ মিনিট আগেবরিশালে জাতীয় পার্টির (জাপা) কার্যালয় ভাঙচুরের ঘটনায় করা মামলার বাদী আল আমিনকে গণঅধিকার পরিষদের মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত ৩টার দিকে তাঁকে নগর ভবন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আল আমিন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরুসহ নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা করেছিলেন।
১৩ মিনিট আগেশেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজের এক দিন পর মো. হুমায়ুন (৩৫) নামের এক সিএনজি অটোরিকশাচালকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার বিকেল ৫টার দিকে পৌর শহরের আমবাগান এলাকার ভোগাই নদীতে লাশটি ভাসছিল। এর আগে দুপুরে নদীতে হুমায়ুনের চালানো সিএনজি অটোরিকশাটি পাওয়া যায়।
২৮ মিনিট আগেচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নাম পরিবর্তন করে ‘চট্টগ্রাম শিক্ষক বিশ্ববিদ্যালয়’ রাখার কথা জানিয়েছেন চবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মোহাম্মদ পারভেজ। শতভাগ আবাসন, চাকসু নির্বাচন, ফ্যাসিবাদের দোসরদের বিচারসহ সাত দফা দাবিতে আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে
৩৩ মিনিট আগে