Ajker Patrika

মিরপুরের সব বাস ই–টিকিটে চলবে রোববার থেকে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ নভেম্বর ২০২২, ১৩: ০৯
মিরপুরের সব বাস ই–টিকিটে চলবে রোববার থেকে

মিরপুর থেকে রাজধানীর বিভিন্ন গন্তব্যে চলাচলকারী সব বাসে রোববার থেকে ই-টিকেটের মাধ্যমে যাত্রী পরিবহনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।

আজ শনিবার রাজধানীর ঢাকা সড়ক মালিক সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে ‘গণপরিবহনে ই-টিকেটিং’ চালুর বিষয়ে সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত ঘোষণা করেন সংগঠনটির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ।

তিনি বলেন, রাজধানীর মিরপুর অঞ্চলের ৩০টি কোম্পানি ই-টিকেটিংয়ের আওতায় আসবে আগামীকাল রোববার, আর ঢাকার সব বাস আসবে আগামী ৩১ জানুয়ারির মধ্যে।

এনায়েত উল্লাহ বলেন, ‘ই-টিকেটিংয়ের আওতায় সব বাস কোম্পানিকেই আসতে হবে। ই-টিকেটিং কার্যকর হলে অসম প্রতিযোগিতা থাকবে না। চুক্তিভিত্তিক গাড়ি চলাচল বন্ধ হবে। পরিবহন শ্রমিকেরা বেতন সিস্টেমের আওতায় চলে আসবেন।’

এ ছাড়া যত্রতত্র গাড়ি থামানো এবং গাড়ি চালানোর ক্ষেত্রে পরিবহন কর্মীদের মধ্যে অসুস্থ প্রতিযোগিতা বন্ধে সেন্ট্রাল মনিটরিং সেল গঠন করা হবে বলে তিনি জানান। 

বাস মালিকদের এই নেতা জানান, ঢাকা ও চট্টগ্রামের শহরতলিসহ মোট ৯৭টি কোম্পানির গাড়ি ২৮ ফেব্রুয়ারির মধ্যে ই-টিকেটিংয়ের আওতায় আসবে।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আজমল উদ্দিন আহমেদ সবুর, দপ্তর সম্পাদক সামদানী খন্দকারসহ সমিতির নেতারা সেখানে উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত