Ajker Patrika

১৪ কেজির বোয়াল গোয়ালন্দে বিক্রি হলো ৩৫ হাজার টাকায়

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
১৪ কেজির বোয়াল গোয়ালন্দে বিক্রি হলো ৩৫ হাজার টাকায়

মানিকগঞ্জের পদ্মা নদীতে ধরা পড়া ১৪ কেজির বোয়াল রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় বিক্রি হয়েছে ৩৫ হাজার টাকায়। আজ শনিবার (১৯ নভেম্বর) বেলা ১১টার দিকে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটে বোয়াল মাছটি বিক্রি করা হয়।

জেলে অফেল হালদার জানান, শনিবার ভোরে কয়েকজন মিলে নদীতে মাছ ধরতে যান। দীর্ঘক্ষণ পদ্মায় জাল ফেলে মাছ ধরার চেষ্টা করেন। কোনো মাছের দেখা না মিললেও সকাল ৯টার দিকে তাঁর জালে বড় একটি বোয়াল মাছ ধরা পড়ে। পরে ওজন দিয়ে দেখেন মাছটির ওজন ১৪ কেজি। মাছটি দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাটের শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক শাহজাহান শেখের কাছে ২ হাজার ৪০০ টাকা কেজি দরে ৩৩ হাজার ৬০০ টাকায় বিক্রি করেন।

মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ বলেন, আজ সকালে জেলে অফেল হালদার মাছটি পাওয়ার পর ফোনে তাঁর সঙ্গে যোগাযোগ করেন। মাছটি ৫ নম্বর ফেরিঘাটে নিয়ে এলে ৩৩ হাজার ৬০০ টাকায় কিনে নেন। এরপর তিনি পরিচিত ব্যবসায়ীদের সঙ্গে মোবাইলে যোগাযোগ করে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ২ হাজার ৫০০ টাকা কেজি দরে মোট ৩৫ হাজার টাকায় বোয়াল মাছটি বিক্রি করে দেন।

এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলার মৎস্য কর্মকর্তা শাহ মো. শাহরিয়ার জামান সাবু বলেন, পদ্মা নদীর পানিতে থাকা বড় বড় মাছ খুবই সুস্বাদু ও লোভনীয় হয়। এই সময়ে খুব একটা দেখা না গেলেও মাঝে মধ্যে বড় মাছ দেখা যায়। সাধারণ মানুষ কিনতে না পারলেও টাকা ওয়ালারা খবর পেলেই কিনে নেন। বড় মাছে জেলে ও ব্যবসায়ীরা ভালো দাম পেয়ে খুবই খুশি হন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাবেক কেরানির ২৪টি আলিশান বাড়ি ও ৩০ হাজার কোটির সম্পদ

আরও বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ব্যবসায়ীকে বালুতে পুঁতে রেখে ‘৪ কোটি টাকা আদায়’

সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে: সামান্তা শারমিন

অবরোধকারীদের ‘ভুয়া’ আখ্যা দিয়ে ‘প্রকৃত জুলাই যোদ্ধাদের’ হামলা, পুলিশের লাঠিপেটায় শাহবাগ ফাঁকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত