Ajker Patrika

বাড্ডায় কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

রাজধানীর বাড্ডার ময়নারবাগ এলাকায় সালমান খান নামে এক কিশোরকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

আজ শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। তবে কারা কি কারণে ওই কিশোরকে পিটিয়েছে সে বিষয়ে কিছু জানাতে পারেননি স্বজনেরা। 

পুলিশ বলছে, ঘটনাটি খোঁজখবর নেওয়া হচ্ছে। সালমান বাড্ডার স্থানীয় একটি স্কুলে নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। ময়নাতদন্তের জন্য তার লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে রাখা হয়েছে। 

সালমান খানের বড় ভাই মেহেদী হাসান বলেন, ‘তারা বাড্ডার ময়নারবাগ এলাকার একটি বাসায় ভাড়া থাকেন। তার ছোট ভাই আজ বেলা সাড়ে তিনটার দিকে বাসা থেকে বের হয়। পরে বাসার কাছে অজ্ঞাত ব্যক্তিরা সালমানকে পিটিয়ে গুরুতর আহত করে। পরবর্তীতে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়, সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সালমান।’ 

এ বিষয়ে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসীন গাজী বলেন, ‘পূর্ব শত্রুতার জের ধরে হত্যাকাণ্ডটি ঘটতে পারে। হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত