Ajker Patrika

রূপনগরে যুবলীগ নেতা নিখিলের ২ সহযোগী আটক

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
রূপনগরে যুবলীগ নেতা নিখিলের ২ সহযোগী আটক

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে যুবলীগ সাধারণ সম্পাদক ও ঢাকা-১৪ আসনের সাবেক সংসদ সদস্য মাইনুল হোসেন খান নিখিলের দুই সহযোগীকে আটক করেছে যৌথবাহিনী। রাজধানীর রূপনগর হাজী রোডের ঝিলপাড় বস্তি থেকে তাঁদের আটক করা হয়।

আজ শনিবার দুপুর আড়াইটা থেকে বিকেল ৪টা পর্যন্ত অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আটকেরা হলেন—মো. সোহেল ওরফে কাইল্লা সোহেল (২৪) ও মো. জুয়েল (২৭)।

নাম প্রকাশে অনিচ্ছুক মিরপুর আর্মি ক্যাম্পের (শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম) একজন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে রূপনগরের ঝিলপাড় বস্তি থেকে চাঁদাবাজ, মাদক কারবারি ও অবৈধ অস্ত্রধারী মো. সোহেল ওরফে কাইল্লা সোহেল ও জুয়েলকে আটক করা হয়েছে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকারের আমলে সোহেল ও জুয়েল মিরপুর এলাকায় ব্যাপক সন্ত্রাসী ও চাঁদাবাজি করেছিল বলে অভিযোগ এলাকাবাসীর। এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৪ ও ৫ আগস্ট ঢাকা-১৪ আসনের সাবেক সংসদ সদস্য মাইনুল হোসেন নিখিলের হয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়েছে। যার ভিডিও ফুটেজও রয়েছে।’

ওই সেনা কর্মকর্তা বলেন, ‘আটকের পর কাইল্লা সোহেল ও জুয়েলকে শাহআলী থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত