Ajker Patrika

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আজহারুলের খালাসের রায়ে ঢাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৭ মে ২০২৫, ২১: ১৭
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আজহারুলের খালাসের রায়ের প্রতিবাদে বিক্ষোভ-মিছিল অনুষ্ঠিত হয়। ছবি: আজকের পত্রিকা
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আজহারুলের খালাসের রায়ের প্রতিবাদে বিক্ষোভ-মিছিল অনুষ্ঠিত হয়। ছবি: আজকের পত্রিকা

মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামকে আদালতের রায়ে মুক্তির প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ-মিছিল হয়েছে। আজ মঙ্গলবার (২৭ মে) বিকেলে ঢাবির মধুর ক্যানটিন থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক, শাহবাগ মোড় ঘুরে রাজু ভাস্কর্যে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। বামপন্থী ছাত্রসংগঠনসমূহ (গণতান্ত্রিক ছাত্র জোট) এর আয়োজন করে।

একাত্তরে যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামকে আজ সকালে খালাস দেন আপিল বিভাগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায় বাতিল করে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির আপিল বেঞ্চ সর্বসম্মতিক্রমে এ রায় দেন। সেই সঙ্গে অন্য কোনো মামলা না থাকলে তাঁকে অবিলম্বে মুক্তিরও নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত।

খালাসের রায়ের ঘোষণার পরপরই ফেসবুকে পোস্ট করে প্রতিবাদ ও বিক্ষোভ-মিছিল আহ্বান করে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকার। পরে সাংগঠনিক প্রক্রিয়ার মধ্য দিয়ে বামপন্থী ছাত্রসংগঠনসমূহ (গণতান্ত্রিক ছাত্র জোট) বিকেল ৪টার দিকে বিক্ষোভ-মিছিল ঘোষণা করে।

মিছিলটি মধুর ক্যানটিন থেকে শুরু হয়ে কলা ভবন হয়ে শাহবাগ ঘুরে রাজু ভাস্কর্যে এসে সমবেত হয়। এ সময় বিক্ষোভকারীরা ‘একাত্তরের বাংলায়, রাজাকারের ঠাঁই নাই; চব্বিশের বাংলায়, রাজাকারের ঠাঁই নাই; ৭১ হারেনি, হেরে গেছে হাসিনা; ২৪ হারবে না, হেরে যাবে আলবদর; আমার মাটি আমার মা, আলবদরের হবে না’ এসব স্লোগান দিতে থাকেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আজহারুলের খালাসের রায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ছবি: আজকের পত্রিকা
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আজহারুলের খালাসের রায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ছবি: আজকের পত্রিকা

মিছিল শেষে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে সমবেত প্রতিবাদ সমাবেশের সঞ্চালক শিমুল কুম্ভকার (সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন) বলেন, ‘ইন্টেরিম সরকারের ১০ মাসের মাথায় আমরা দেখলাম ৭১-এর মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আজহারুল ইসলামকে বেকসুর খালাস দিল। মুক্তিযুদ্ধে আলবদর বাহিনীর কমান্ডার থেকে আজহার নাকি বাংলাদেশের পক্ষে কাজ করেছে! ৫৪ বছর পরে এসে এই গল্প শুনানোর জন্য ইন্টেরিম সরকারকে আমরা ধিক্কার জানাই।’

সমাবেশে আরও বক্তব্য দেন বিপ্লবী ছাত্র মৈত্রী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল। উপস্থিত ছিলেন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতি সাঈদুল হক নিশান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ভিসায় ছয় দেশ

এর জবাব দেশে দিইনি, জাপানে দিলে বিপদ হবে: পদত্যাগ প্রশ্নে ড. ইউনূস

চারটি গুলির পর নিরস্ত্র মেজর সিনহার গলায় পাড়া দিয়ে মৃত্যু নিশ্চিত করা হয়: অ্যাটর্নি জেনারেল

‘বাংলাদেশের বিপক্ষে জিতলেও পাকিস্তানের কোনো লাভ হবে না’

বাজে হারের পরও পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত