Ajker Patrika

তর্কের জেরে বন্ধুকে হত্যা, ১৭ বছর পর গ্রেপ্তার যুবক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১৭: ৫১
তর্কের জেরে বন্ধুকে হত্যা, ১৭ বছর পর গ্রেপ্তার যুবক

নড়াইল জেলার নড়াগাতি এলাকায় জমির সীমানা নিয়ে তর্কের জেরে বন্ধুকে কুপিয়ে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম শেখকে ১৭ বছর পর গ্রেপ্তার করেছে র‍্যাব।

গতকাল মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ। 

র‍্যাব কর্মকর্তা আরিফ মহিউদ্দিন জানান, নড়াইল জেলার নড়াগাতি থানা এলাকায় ২০০৫ সালে তর্ক-বিতর্কের জের ধরে বন্ধু রাজুকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করার বিষয়টি স্বীকার করেছেন গ্রেপ্তার শামীম। 

শামীম শেখের বরাত দিয়ে আরিফ মহিউদ্দিন জানান, ২০০৫ সালে ভুক্তভোগী রাজুর সঙ্গে তাঁর জমিজমা এবং বাড়ির সীমানা নিয়ে কোন্দল ও তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে ভুক্তভোগী রাজু প্রথমে শামীম শেখকে আঘাত করে। পরবর্তী সময় শামীম শেখ সুস্থ হয়ে রাজুকে মারার পরিকল্পনা করে। পরিকল্পনা মোতাবেক শামীম শেখ ও তাঁর পাঁচ সহযোগী মিলে রাজুকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেন। 

হত্যার পর নড়াইল জেলার নড়াগাতি থানায় একটি হত্যা মামলা হয়। হত্যা মামলার আসামি শামীম শেখ এবং তাঁর ছয় সহযোগীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরবর্তীকালে তিন মাস পর শামীম শেখ জামিনে মুক্তি পান। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০২২ সালের জুলাই মাসে বিজ্ঞ আদালত মামলায় সব আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর থেকে শামীম শেখ দেশের বিভিন্ন এলাকায় পলাতক জীবন যাপন করে আসছিলেন। গ্রেপ্তার শেষে আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান র‍্যাব কর্মকর্তা আরিফ মহিউদ্দিন আহমেদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত