Ajker Patrika

মাতুয়াইলে পুলিশ-বিএনপি সংঘর্ষ: তিন মামলায় বিএনপির ৩৮৭ নেতা-কর্মীর নাম 

শ্যামপুর–কদমতলী, প্রতিনিধি
আপডেট : ৩০ জুলাই ২০২৩, ১৫: ৪৮
Thumbnail image

যাত্রাবাড়ী ও কদমতলী থানায় বিএনপির ৩৮৭ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও বেশ কয়েকজন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

গতকাল শনিবার ঢাকার সব প্রবেশমুখে অবস্থান কর্মসূচির সময় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে মাতুয়াইলে পুলিশের সংঘর্ষের ঘটনায় পৃথক তিন মামলায় তাঁদের আসামি করা হয়।

এসব মামলায় এখন পর্যন্ত যাত্রাবাড়ী থানায় ১৮ জন ও কদমতলী থানায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল আলম এবং কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয়  কুমার সাহা এসব তথ্য নিশ্চিত করেন। 

যাত্রাবাড়ী থানার ওসি মফিজুল আলম বলেন, দাঙ্গা-হাঙ্গামা ও সহিংসতার ঘটনায় পৃথক দুটি মামলায় এজাহারনামীয় ২১৭ জনসহ অজ্ঞাত আরও অনেক আসামি রয়েছে। আরও মামলা প্রক্রিয়াধীন।

কদমতলী থানার ওসি প্রলয় কুমার সাহা বলেন, সহিংসতার ঘটনায় এজাহার নামীয় ৭০ জনসহ অনেকের বিরুদ্ধে মামলা করা হয়। 

গতকাল বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে মাতুয়াইলে সতর্ক অবস্থান নেয় পুলিশ। একপর্যায়ে পুলিশের সঙ্গে বিএনপির কর্মীদের ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় তিনটি বাসে অগ্নিসংযোগ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত