Ajker Patrika

জাতীয় মানবকল্যাণ পদক পাচ্ছে পাঁচ ব্যক্তি ও প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ জানুয়ারি ২০২৩, ১৫: ৪৬
জাতীয় মানবকল্যাণ পদক পাচ্ছে পাঁচ ব্যক্তি ও প্রতিষ্ঠান

২০২১ সালের জাতীয় মানবকল্যাণ পদক পাচ্ছে পাঁচ ব্যক্তি ও প্রতিষ্ঠান। আর ২০২০ সালে পুরস্কার পেয়েছে তিন ব্যক্তি ও প্রতিষ্ঠান। সমাজকল্যাণ মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

 সমাজকল্যাণ মন্ত্রী জানান, বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীত নারীদের কল্যাণ ও পুনর্বাসনে অবদানের জন্য বিশ্ব মানবসেবা সংঘ, প্রান্তিক অগ্রসর সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা আত্মনির্ভরশীলকরণ ও কর্মসংস্থান সৃষ্টির জন্য বীর মুক্তিযোদ্ধা মাজেদা শওকত আলী, প্রতিবন্ধী ও নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে জীবনমান উন্নয়ন কর্মসংস্থান ইনক্লুসিভ শিক্ষা বাস্তবায়ন ও সামাজিক সুরক্ষায় উল্লেখযোগ্য অবদানের জন্য এসপায়ার টু ইনোভেট, সুবিধাবঞ্চিত আইনের সংস্পর্শে আসা শিশু আইনের সহিত সংঘাতে জড়িত শিশু কারামুক্ত কয়েদি, ভবঘুরে ও নিরাশ্রয় ব্যক্তিদের কল্যাণ উন্নয়ন একত্রীকরণের জন্য আকবরিয়া লিমিটেড এবং মানুষের মেধা ও মননের বিকাশে জীবনমান পরিবেশ উন্নয়ন, সমাজবদ্ধ মানুষের শারীরিক মানসিক স্বাস্থ্যের উন্নয়ন, মানবকল্যাণ ও মানবতাবাদের সমাজ ও রাষ্ট্রকে ইতিবাচক প্রভাবিত করার কার্যক্রমের জন্য বিদ্যানন্দ ফাউন্ডেশন পুরস্কারে ভূষিত হয়েছে। 

২০২০ সালে প্রান্তিক অগ্রসর সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী গোষ্ঠীর সামাজিক সুরক্ষা আত্মনির্ভরশীলকরণের জন্য আব্দুল জব্বার জলিল প্রতিবন্ধী ও নিউরো ডেভেলপমেন্ট প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে অবদানের জন্য বীর মুক্তিযুদ্ধা মামুন সরকার ও মানবকল্যাণে অবদানের জন্য জেলা প্রশাসক খুলনা পুরস্কারে ভূষিত হয়েছে। 

আগামীকাল সোমবার মানবকল্যাণ পুরস্কারে মনোনীত ব্যক্তিদের মধ্যে ট্রফি ও নগদ টাকা বিতরণ করা হবে। মনোনীত ব্যক্তি ১৮ ক্যারেট মানের ২৫ গ্রাম স্বর্ণ দিয়ে নির্মিত একটি পদক, ২ লাখ টাকা এবং প্রধানমন্ত্রী স্বাক্ষরিত একটি সম্মাননা সনদ পাবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

খেজুরে অতি মুনাফা, হতাশ ক্রেতা

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

কলাবাগানে সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেলের মরদেহ উদ্ধার

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত