অনলাইন ডেস্ক
শিক্ষা খাতকে অগ্রাধিকার দিয়ে বাজেট বরাদ্দের আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। তিনি বলেন, শিক্ষা খাতকে অগ্রাধিকার দিয়ে বাজেটে বরাদ্দ তৈরি করতে হবে। শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল তৈরি করতে হবে। এর মাধ্যমে শিক্ষা খাতের সমস্যার সমাধান করতে হবে।
আজ সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন জোনায়েদ সাকি।
জোনায়েদ সাকি বলেন, ‘যখন শিক্ষকদের দাবি নিয়ে প্রশ্ন আসে, আমাদের জাতির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন আসে, তখন টাকা থাকে না। তাই এই অভ্যুত্থানের সরকারের কাছে এসব সমস্যা সমাধানের আশা করা যায় না। এ জন্য এই সরকারকে বলব, শিক্ষকদের সমস্যা দূর করতে দ্রুত উদ্যোগ নিতে হবে।’
এ সময় অন্তর্বর্তী সরকারের উদ্দেশে জোনায়েদ সাকি বলেন, ‘শিক্ষকেরা থাকবেন ক্লাসে। তাঁরা রাস্তায় কেন? এই লজ্জা আমাদের সবার। দ্রুত তাঁদের সমস্যা সমাধান করার আহ্বান জানাই। তা ছাড়া দেশের সব শিশু যেন বিশেষ করে ১২ ক্লাস পর্যন্ত লেখাপড়া করতে পারে, এ দায়িত্ব সরকারকে নিতে হবে।’
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী আরও বলেন, ‘এই যে কতগুলো স্কুল বেসরকারিভাবে গড়ে উঠেছে, তারা এমপিওর দাবি করছে। আমরা চাই সরকার যেন বেতনের ৯০ ভাগ দেয়। দিনের পর দিন বছরের পর বছর শিক্ষকেরা বেতন পান না। অথচ স্কুলে এসব শিক্ষকের অধীনে শিক্ষার্থীরা লেখাপড়া করছে। শিক্ষকেরা যদি নিজেরা চলতে না পারেন, তাহলে কীভাবে শিক্ষাব্যবস্থা নিশ্চিত হবে। সুতরাং এই জায়গাগুলো আমাদের দায়িত্বশীলদের গুরুত্বের সঙ্গে নিতে হবে। আমি চাইব, এসব শিক্ষকের সঙ্গে সরকারের উপদেষ্টারা কথা বলবেন এবং তাঁদের সমস্যা সমাধানে দ্রুত উদ্যোগ নেবেন।’
শিক্ষা খাতকে অগ্রাধিকার দিয়ে বাজেট বরাদ্দের আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। তিনি বলেন, শিক্ষা খাতকে অগ্রাধিকার দিয়ে বাজেটে বরাদ্দ তৈরি করতে হবে। শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল তৈরি করতে হবে। এর মাধ্যমে শিক্ষা খাতের সমস্যার সমাধান করতে হবে।
আজ সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন জোনায়েদ সাকি।
জোনায়েদ সাকি বলেন, ‘যখন শিক্ষকদের দাবি নিয়ে প্রশ্ন আসে, আমাদের জাতির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন আসে, তখন টাকা থাকে না। তাই এই অভ্যুত্থানের সরকারের কাছে এসব সমস্যা সমাধানের আশা করা যায় না। এ জন্য এই সরকারকে বলব, শিক্ষকদের সমস্যা দূর করতে দ্রুত উদ্যোগ নিতে হবে।’
এ সময় অন্তর্বর্তী সরকারের উদ্দেশে জোনায়েদ সাকি বলেন, ‘শিক্ষকেরা থাকবেন ক্লাসে। তাঁরা রাস্তায় কেন? এই লজ্জা আমাদের সবার। দ্রুত তাঁদের সমস্যা সমাধান করার আহ্বান জানাই। তা ছাড়া দেশের সব শিশু যেন বিশেষ করে ১২ ক্লাস পর্যন্ত লেখাপড়া করতে পারে, এ দায়িত্ব সরকারকে নিতে হবে।’
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী আরও বলেন, ‘এই যে কতগুলো স্কুল বেসরকারিভাবে গড়ে উঠেছে, তারা এমপিওর দাবি করছে। আমরা চাই সরকার যেন বেতনের ৯০ ভাগ দেয়। দিনের পর দিন বছরের পর বছর শিক্ষকেরা বেতন পান না। অথচ স্কুলে এসব শিক্ষকের অধীনে শিক্ষার্থীরা লেখাপড়া করছে। শিক্ষকেরা যদি নিজেরা চলতে না পারেন, তাহলে কীভাবে শিক্ষাব্যবস্থা নিশ্চিত হবে। সুতরাং এই জায়গাগুলো আমাদের দায়িত্বশীলদের গুরুত্বের সঙ্গে নিতে হবে। আমি চাইব, এসব শিক্ষকের সঙ্গে সরকারের উপদেষ্টারা কথা বলবেন এবং তাঁদের সমস্যা সমাধানে দ্রুত উদ্যোগ নেবেন।’
বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বলেছেন, গত ১৭ বছর শিক্ষকদের ভোটে সিল মারার কাজে লাগানো হয়েছে। আর নিরীহ শিক্ষকদের নানাভাবে অসম্মানিত করা হয়েছে। তাই শিক্ষকদের সম্মান ফেরাতে সবাইকে কাজ করতে হবে।
১৪ মিনিট আগেপাবনার বেড়া উপজেলায় মসজিদের বারান্দা নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে আহত মো. হাদিস (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (২৬ জুলাই) দুপুরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। নিহত হাদিস সাঁথিয়া উপজেলার করমজা গ্রামের শুকুর আলীর ছেলে। তিনি বেড়া উপজেলার তারাপুর গ্রামে
৩৫ মিনিট আগেলালমনিরহাটের হাতীবান্ধায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের মারধর ও কোদালের কোপে এক বিধবা নারী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিবেশী মফিজ উদ্দিনসহ ছয়জনের বিরুদ্ধে গতকাল শুক্রবার থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী আবেয়া বেওয়া (৫০)।
৪২ মিনিট আগেচাঁদপুরের কচুয়ায় বিএনপির এক পক্ষের গণমিছিলে অপর পক্ষের হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার (২৬ জুলাই) বিকেলে উপজেলার রহিমানগর বাজারে প্রতিবাদ সমাবেশ শেষে গণমিছিল বের হলে এ হামলার ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বলে জানায় আক্রান্ত পক্ষ।
১ ঘণ্টা আগে