Ajker Patrika

নৌকাডুবির একদিন পর তুরাগের একই স্থানে ডুবলো বাল্কহেড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নৌকাডুবির একদিন পর তুরাগের একই স্থানে ডুবলো বাল্কহেড

তুরাগ নদে নৌকা ডুবির ঘটনার একদিন পার না হতেই একই স্থানে সিমেন্ট বোঝাই একটি বাল্কহেড ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

রোববার বিকেল ৪টার দিকে সাভারের আমিনবাজারে তুরাগ নদের গাবতলী ও দ্বীপনগর পাড়ের মাঝনদীতে এ ঘটনা ঘটে। আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক ফজলুর রহমান। 

ফজলুর রহমান বলেন, বিকেল ৪টার দিকে বিপরীত দিক থেকে আসা একটি সিমেন্ট ও একটি বালু বোঝাই বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিমেন্ট বোঝাই বাল্কহেডটি ডুবে গেছে। বাল্কহেডটি সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। তারা সিমেন্ট নিয়ে এসেছিল ঘাটে আনলোড করার জন্য। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

আমিনবাজার নৌ-পুলিশের পরিদর্শক আলমগীর শেখ আজকের পত্রিকাকে জানান, দুটি বাল্কহেডের সংঘর্ষে সিমেন্ট বোঝাই একটি বাল্কহেড ডুবে যায়। তবে এ ঘটনায় কোনো নিখোঁজ কিংবা মৃতের ঘটনা ঘটেনি। পরে বিস্তারিত জানানো হবে। 

উল্লেখ্য, গতকাল শনিবার ভোরে সাভারের আমিনবাজারে তুরাগ নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ১৮ যাত্রীসহ একটি ট্রলার ডুবে যায়। এতে ৫ জনের মরদেহ উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ রয়েছেন দুজন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত