Ajker Patrika

কারওয়ান বাজার থেকে সরানো হচ্ছে কাঁচাবাজার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ জুলাই ২০২২, ১৫: ২৮
কারওয়ান বাজার থেকে সরানো হচ্ছে কাঁচাবাজার

পদ্মা সেতু চালু হয়েছে। রাজধানীতে যানবাহনের চাপ বাড়তে পারে। সেজন্য শিগগির কারওয়ান বাজার থেকে সরিয়ে নেওয়া হচ্ছে কাঁচাবাজার। এই সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের জন্য নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকের পর আজ রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। 

মন্ত্রিপরিষদ সচিব বলেন, পদ্মা সেতু চালুর পর রাজধানীতে যানবাহনের চাপ বাড়তে পারে। এর জন্য কারওয়ান বাজার থেকে কাঁচা মার্কেট দ্রুত সরিয়ে আমিনবাজার, কাঁচপুর বা কেরানীগঞ্জের আশপাশে সম্প্রসারণের জন্য নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় কাজ করছে। 

আনোয়ারুল ইসলাম বলেন, গাবতলী থেকে কোনো বাস রাজধানীতে যাতে না ঢোকে, সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। হেমায়েতপুর হয়ে কেরানীগঞ্জ দিয়ে একটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হচ্ছে, যাতে গাড়ি সরাসরি রাজধানীতে না প্রবেশ করে বাইরে দিয়ে চলে যেতে পারে। 

করোনা নিয়ন্ত্রণে সবাইকে মাস্ক পরার এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ নির্দেশনা মেনে চলার জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

খিলগাঁওয়ে পুরি-শিঙাড়া বিক্রেতাকে পিটিয়ে হত্যা

ফ্লাইটে অসুস্থ ব্যক্তিকে সহযাত্রীর চড়, তারপর থেকে তিনি নিখোঁজ

সাপের বিষে তৈরি যে মদ পাওয়া যায় এশিয়ার বিভিন্ন দেশে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত