নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ই-কমার্স খাতে অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে খুঁজে বের করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে এই খাত থেকে কি পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে, তা নিরূপণ করতে দুদককে বলা হয়েছে। ই-কমার্স নিয়ে পৃথক তিনটি রিটের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।
আর্থিক কেলেঙ্কারির ঘটনায় বাণিজ্য মন্ত্রণালয়, ভোক্তা অধিকার কমিশন ও প্রতিযোগিতা কমিশনের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে ই-কমার্স খাতে ক্ষতিগ্রস্তদের টাকার পরিমাণ নির্ধারণ করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চেয়েছেন আদালত। এ ছাড়া ই-কমার্স প্রতিষ্ঠানের জন্য রেগুলেটরি কর্তৃপক্ষ গঠন করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে রুলে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন হুমায়ন কবির পল্লব, মুহাম্মদ শিশির মনির ও আনোয়ারুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।
গত বছরের ২০ সেপ্টেম্বর ই-কমার্সের গ্রাহকদের স্বার্থ ও অধিকার রক্ষায় স্বাধীন ই-কমার্স নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ প্রতিষ্ঠার নির্দেশনা চেয়ে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আনোয়ারুল ইসলাম। ২২ সেপ্টেম্বর ইভ্যালি ও ই-অরেঞ্জের দুজন গ্রাহকের পক্ষে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ হুমায়ন কবির পল্লব। এ ছাড়া ই-অরেঞ্জ থেকে ক্ষতিপূরণ আদায়ে ৩৩ জন গ্রাহক ২৩ সেপ্টেম্বর রিট করেন। তাঁদের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। পরে তিনটি রিটের একসঙ্গে শুনানি হয়।
ই-কমার্স খাতে অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে খুঁজে বের করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে এই খাত থেকে কি পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে, তা নিরূপণ করতে দুদককে বলা হয়েছে। ই-কমার্স নিয়ে পৃথক তিনটি রিটের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।
আর্থিক কেলেঙ্কারির ঘটনায় বাণিজ্য মন্ত্রণালয়, ভোক্তা অধিকার কমিশন ও প্রতিযোগিতা কমিশনের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে ই-কমার্স খাতে ক্ষতিগ্রস্তদের টাকার পরিমাণ নির্ধারণ করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চেয়েছেন আদালত। এ ছাড়া ই-কমার্স প্রতিষ্ঠানের জন্য রেগুলেটরি কর্তৃপক্ষ গঠন করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে রুলে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন হুমায়ন কবির পল্লব, মুহাম্মদ শিশির মনির ও আনোয়ারুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।
গত বছরের ২০ সেপ্টেম্বর ই-কমার্সের গ্রাহকদের স্বার্থ ও অধিকার রক্ষায় স্বাধীন ই-কমার্স নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ প্রতিষ্ঠার নির্দেশনা চেয়ে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আনোয়ারুল ইসলাম। ২২ সেপ্টেম্বর ইভ্যালি ও ই-অরেঞ্জের দুজন গ্রাহকের পক্ষে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ হুমায়ন কবির পল্লব। এ ছাড়া ই-অরেঞ্জ থেকে ক্ষতিপূরণ আদায়ে ৩৩ জন গ্রাহক ২৩ সেপ্টেম্বর রিট করেন। তাঁদের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। পরে তিনটি রিটের একসঙ্গে শুনানি হয়।
ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার কাইচাবাড়িতে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) পেছনের প্রাচীর ঘেঁষে বেশ কিছু বহুতল ভবন। এগুলোর মধ্যে তিনতলা একটি ভবনের মালিক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এস এম বদরুল আলমের স্ত্রী মাসুমা খানম। ৬ শতাংশ জমির ওপর এই বাড়ি নির্মিত হয়েছে ২০১৪ সালে।
৪৪ মিনিট আগেযশোরের চৌগাছায় প্রথমবারের মতো লাল আঙুর চাষ করে সফল হয়েছেন দক্ষিণ কোরিয়াপ্রবাসী কামরুজ্জামান এপিল। উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের রসুলপুর গ্রামের ওই প্রবাসী কৃষকের দুই বিঘা জমির আঙুরের বাগানে থোকায় থোকায় ঝুলছে লাল আঙুর।
১ ঘণ্টা আগেস্মার্ট কার্ড জটিলতায় দিনাজপুরের ফুলবাড়ীতে পাঁচ মাস ধরে টিসিবির (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) পণ্য পায়নি উপজেলার ১৭ হাজার ৮২৫ সুবিধাভোগী পরিবার। দীর্ঘদিন ধরে পণ্য না পাওয়ায় হতাশ হয়ে পড়েছেন ভুক্তভোগীরা।
১ ঘণ্টা আগেদেশের সর্বদক্ষিণের উপকূলীয় জেলা বরগুনার দুটি গুরুত্বপূর্ণ শ্বাসমূলীয় বন টেংরাগিরি ও হরিণঘাটা। কিন্তু ঝড়, জলোচ্ছ্বাসসহ নানা প্রাকৃতিক বিপর্যয়ে বন দুটি ক্রমেই অস্তিত্ব হারাতে বসেছে। সাগরের তীব্র ঢেউয়ে ভূমিক্ষয়ের কবলে ধীরে ধীরে সংরক্ষিত এ দুটি বনাঞ্চলের আয়তন কমে যাচ্ছে।
১ ঘণ্টা আগে