Ajker Patrika

রোহিঙ্গাদের ফেরত পাঠাতে বিশ্ববাসীকে এগিয়ে আসার আহ্বান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রোহিঙ্গাদের ফেরত পাঠাতে বিশ্ববাসীকে এগিয়ে আসার আহ্বান

রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে জাতিসংঘ ও ওআইসিসহ বিশ্ববাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসন জাতীয় সংগ্রাম কমিটি। আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে রোহিঙ্গা সংকট ও উত্তরণের উপায় শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় এ আহ্বান জানায় সংগঠনটি। আয়োজনের সহযোগিতায় ছিল ‘বাংলাদেশ সাপোর্টার্স ফোরাম’।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন রোহিঙ্গা প্রত্যাবাসন জাতীয় সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক ও কক্সবাজার জেলার উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী। প্রবন্ধে বলা হয়, পালংখালি একটি ইউনিয়নেই সাত লাখ রোহিঙ্গা অবস্থান করছেন। সব মিলিয়ে কক্সবাজারে এখন রোহিঙ্গার সংখ্যা ১২ লাখের বেশি।

গফুর উদ্দিন বলেন, ‘রোহিঙ্গা ইস্যুটি খুবই জটিল। এই সংকট কয়েক দশকের পুরোনো। ২০১৭ সালের ২৫ আগস্টের পর মিয়ানমার থেকে রোহিঙ্গাদের যে ঢল নামে তাতে রাখাইন রাজ্যের জনগোষ্ঠীর বেশির ভাগ বাংলাদেশের কক্সবাজারে চলে আসেন। যার একজনকেও গত পাঁচ বছরে ফেরত পাঠানো সম্ভব হয়নি। এই পাঁচ বছরে রোহিঙ্গা ক্যাম্পে জন্ম নিয়েছে আরও দেড় লাখ শিশু। এই বিপুলসংখ্যক রোহিঙ্গার চাপে দিন দিন নানা ধরনের সংকটে পড়ছে বাংলাদেশ।’
 
আয়োজক সংগঠনের সভাপতি মুহাম্মদ আতা উল্লাহ খানের সভাপতিত্বে আলোচনায় স্বাগত আরও বক্তব্য রাখেন বাংলাদেশ সাপোর্টার্স ফোরামের নেত্রী শাহানা হক, বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী, সাবেক মন্ত্রী ও বিএলডিপির চেয়ারম্যান এম নাজিম উদ্দিন আল আজাদ, কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. কামাল উদ্দিন, ব্যারিস্টার জাকির আহাম্মদ, নাগরিক ভাবনার আহ্বায়ক হাবিবুর রহমান, শিক্ষাবিদ ও নজরুল গবেষক প্রফেসর ড. শহীদ মঞ্জুর, বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন খান মজলিস, ডিআরইউর সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাসিব, প্রযুষের সভাপতি শহিদুল ইসলাম দুলদুল ও গণ আজাদী লীগের সহসভাপতি প্রফেসর এম আমিনুর রহমান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সোশ্যাল মিডিয়ায় বিবাদে জড়ালেন বাঁধন ও সাবা

সাবেক কেরানির ২৪টি আলিশান বাড়ি ও ৩০ হাজার কোটির সম্পদ

আরও বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে: সামান্তা শারমিন

অবরোধকারীদের ‘ভুয়া’ আখ্যা দিয়ে ‘প্রকৃত জুলাই যোদ্ধাদের’ হামলা, পুলিশের লাঠিপেটায় শাহবাগ ফাঁকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত