Ajker Patrika

মাওয়া এক্সপ্রেসওয়েতে ব্যারিকেড দিয়ে ডাকাতির চেষ্টা, গ্রেপ্তার ৫

মুন্সিগঞ্জ প্রতিনিধি  
মাওয়া এক্সপ্রেসওয়েতে ব্যারিকেড দিয়ে ডাকাতির চেষ্টার ঘটনায় ৫ ডাকাত গ্রেপ্তার। ছবি: আজকের পত্রিকা
মাওয়া এক্সপ্রেসওয়েতে ব্যারিকেড দিয়ে ডাকাতির চেষ্টার ঘটনায় ৫ ডাকাত গ্রেপ্তার। ছবি: আজকের পত্রিকা

মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ব্যারিকেড দিয়ে ধারালো অস্ত্র হাতে প্রাইভেট গাড়িতে ডাকাতির চেষ্টার ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার থেকে আজ বুধবার বেলা ২টা পর্যন্ত ঢাকা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় ডাকাতদের কাছ থেকে তিনটি ধারালো ছেনদা জব্দ করে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. কামাল ওরফে সিএনজি কামাল (৪০), মো. ইসমাইল সরদার (৩৮), মো. রমজান বেপারী (২৭), মো. রাসেল মোল্লা (২৪) ও মো. লিমন মাতব্বর (২০)। গ্রেপ্তারদের বাড়ি পটুয়াখালী, মাদারীপুর ও ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে।

আজ বিকেলে মুন্সিগঞ্জের পুলিশ সুপার শামসুল আলম সরকার নিজ কার্যালয়ের সভাকক্ষে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন, গত সোমবার দিবাগত রাত দেড়টার দিকে মাদারীপুরের শিবচর উপজেলার ভদ্রাসন গ্রামের মো. রবিউল আলম অসুস্থ প্রতিবেশীকে নিয়ে নিজের ব্যক্তিগত গাড়িযোগে ঢাকার উদ্দেশে রওনা হন। ওই রাত আড়াইটার দিকে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকার এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে পৌঁছালে ব্যারিকেড সৃষ্টি করে ৬ জনের ডাকাত দল।

এ সময় ধারালো ছেনদা হাতে গাড়ির গতি রোধ করে ডাকাতির চেষ্টা করে। কিন্তু চালক বুদ্ধি খাটিয়ে দ্রুতবেগে পিছুটান দেয় গাড়ি। এতে চালকের দক্ষতায় সেখান থেকে চলে আসতে সক্ষম হলে ডাকাতদের হাত থেকে রক্ষা পান গাড়িতে থাকা লোকজন।

শামসুল আলম সরকার বলেন, ওই গাড়ির সামনে ক্যামেরা সংযুক্ত থাকায় ডাকাত দলের হানা দেওয়ার পুরো ঘটনার ভিডিও রেকর্ড হয়। আর ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে ঘটনাটি অবগত হয়ে তাৎক্ষণিকভাবে জেলা পুলিশের সিনিয়র অফিসারদের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার চৌকস টিম ভিডিও ফুটেজ পর্যালোচনাপূর্বক আসামিদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করে ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

ভাগনের বিয়েতে ১ কেজি সোনা, ৪ বস্তা টাকা, ২১০ বিঘা জমি, পেট্রলপাম্প উপহার দিল মাড়োয়ারি পরিবার

আকাশ প্রতিরক্ষায় কে এগিয়ে, পাকিস্তান কি ভারতের আক্রমণ ঠেকাতে সক্ষম

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের এমডির অপসারণের দাবিতে আন্দোলনে কর্মীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত