নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আনুষ্ঠানিকভাবে শুরু হলো শিশুদের টিকাদান কর্মসূচি। একসঙ্গে সারা দেশে দেওয়ার কথা থাকলেও আপাতত ঢাকার শিক্ষার্থীদেরই দেওয়া হচ্ছে। শুরুতে রাজধানীর ৮টি কেন্দ্রে ৫ হাজার করে মোট ৪০ হাজার শিক্ষার্থীকে টিকার দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার।
আজ সোমবার রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ১২-১৭ বছর বয়সী শিশু শিক্ষার্থীদের টিকা কর্মসূচি উদ্বোধনকালে এসব কথা বলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের টিকা দিতে টিকার কোন সংকট নেই। তাদের ফাইজারের টিকা দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত এই টিকার ৯৬ লাখ ডোজ আমরা হাতে পেয়েছি। এর মধ্যে ১৪ লাখ দেওয়া হয়েছে। হাতে থাকা ৮২ লাখ ডোজ শিক্ষার্থীদের দেওয়া হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, তারা আগামীতে ফাইজার ও মডার্নার টিকা দেবে। সেগুলো দিয়ে পর্যায়ক্রমে জেলা ও উপজেলা পর্যায়ের শিশুদেরও দেওয়া হবে।
সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে জাহিদ মালেক বলেন, ফাইজারের টিকা সংরক্ষণের জটিলতা কেটেছে। আগের তুলনায় দ্বিগুণ আলট্রা লো ফ্রিজার (অতি সংবেদনশীল) আছে। তাই, গ্রামেও দিতে পারব বলে আমরা বিশ্বাস করি।
এসএসসি পরীক্ষার আগে সব শিক্ষার্থীকে টিকা দেওয়া সম্ভব কিনা জানতে চাইলে তিনি বলেন, পরীক্ষা শুরুর আগে সবাইকে টিকা দেওয়া সম্ভব হবে না। তবে আমরা চেষ্টা করব। টিকা নিয়ে যাতে পরীক্ষার হলে শিক্ষার্থীরা আসতে পারে আমরা সেই চেষ্টা করব।
ড্রপ আউট হোক আর যেই হোক সবার টিকা প্রয়োজন। তাই, সবার টিকার ব্যবস্থা করার আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী। তবে ১২ বছরের কম বয়সীদের এখনি টিকা নয় বলেও জানান মন্ত্রী।
এদিকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে করোনার টিকা দেওয়া হবে বলে। তার সঙ্গে অন্যান্য শ্রেণীর শিক্ষার্থীদেরও টিকা দেওয়া হবে।
আনুষ্ঠানিকভাবে শুরু হলো শিশুদের টিকাদান কর্মসূচি। একসঙ্গে সারা দেশে দেওয়ার কথা থাকলেও আপাতত ঢাকার শিক্ষার্থীদেরই দেওয়া হচ্ছে। শুরুতে রাজধানীর ৮টি কেন্দ্রে ৫ হাজার করে মোট ৪০ হাজার শিক্ষার্থীকে টিকার দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার।
আজ সোমবার রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ১২-১৭ বছর বয়সী শিশু শিক্ষার্থীদের টিকা কর্মসূচি উদ্বোধনকালে এসব কথা বলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের টিকা দিতে টিকার কোন সংকট নেই। তাদের ফাইজারের টিকা দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত এই টিকার ৯৬ লাখ ডোজ আমরা হাতে পেয়েছি। এর মধ্যে ১৪ লাখ দেওয়া হয়েছে। হাতে থাকা ৮২ লাখ ডোজ শিক্ষার্থীদের দেওয়া হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, তারা আগামীতে ফাইজার ও মডার্নার টিকা দেবে। সেগুলো দিয়ে পর্যায়ক্রমে জেলা ও উপজেলা পর্যায়ের শিশুদেরও দেওয়া হবে।
সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে জাহিদ মালেক বলেন, ফাইজারের টিকা সংরক্ষণের জটিলতা কেটেছে। আগের তুলনায় দ্বিগুণ আলট্রা লো ফ্রিজার (অতি সংবেদনশীল) আছে। তাই, গ্রামেও দিতে পারব বলে আমরা বিশ্বাস করি।
এসএসসি পরীক্ষার আগে সব শিক্ষার্থীকে টিকা দেওয়া সম্ভব কিনা জানতে চাইলে তিনি বলেন, পরীক্ষা শুরুর আগে সবাইকে টিকা দেওয়া সম্ভব হবে না। তবে আমরা চেষ্টা করব। টিকা নিয়ে যাতে পরীক্ষার হলে শিক্ষার্থীরা আসতে পারে আমরা সেই চেষ্টা করব।
ড্রপ আউট হোক আর যেই হোক সবার টিকা প্রয়োজন। তাই, সবার টিকার ব্যবস্থা করার আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী। তবে ১২ বছরের কম বয়সীদের এখনি টিকা নয় বলেও জানান মন্ত্রী।
এদিকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে করোনার টিকা দেওয়া হবে বলে। তার সঙ্গে অন্যান্য শ্রেণীর শিক্ষার্থীদেরও টিকা দেওয়া হবে।
আজ সকালে রাজধানীর সড়কগুলোতে জনজট ও যানজট দুইই দেখা গেছে। যাত্রাবাড়ী সায়েদাবাদ এলাকার বাস টার্মিনালগুলোতে দেখা যায়, কর্মমুখী মানুষেরা কাঁধে ব্যাগ নিয়ে ছুটে এসেছেন ঢাকায়। স্কুল—বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীরাও ফিরছেন ঢাকায়। তাদেরও শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সময় হয়ে এসেছে।
৯ মিনিট আগেচাঁদপুর সদরের বাবুরহাটে চেক পোস্ট বসিয়ে ৬৪টি যানবাহনে তল্লাশি চালিয়েছে যৌথবাহিনী। এ সময় লাইসেন্স না থাকায় সাত চালককে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। আজ শনিবার চাঁদপুর সদর আর্মি ক্যাম্প থেকে এসব তথ্য নিশ্চিত করেন অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।
৩৪ মিনিট আগেনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবৈধ সম্পর্কে বাঁধা দেওয়ায় মো. মনিরুজ্জামান (৩৬) নামের এক যুবকের পুরুষাঙ্গ কর্তনের অভিযোগে স্ত্রী ও তার প্রেমিককে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১ নম্বর ওয়ার্ডের হীরাঝিল এলাকা থেকে তাদের আটক করা হয়।
৩৫ মিনিট আগেজয়পুরহাটের আক্কেলপুরে ৭ জন নৈশ প্রহরীকে বেঁধে রেখে চার দোকানে ডাকাতি হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার মোহনপুর বাজারে এই ঘটনা ঘটে। ২০-২৫ জনের ডাকাত দল দোকানের তালা কেটে মিনি ট্রাকে করে প্রায় ৩০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে দাবি করা হয়েছে।
১ ঘণ্টা আগে