Ajker Patrika

রাজধানীর বংশালে স্কুলছাত্রের অস্বাভাবিক মৃত্যু

ঢামেক প্রতিবেদক
রাজধানীর বংশালে স্কুলছাত্রের অস্বাভাবিক মৃত্যু

রাজধানীর বংশাল আগাসাদেক রোডে একটি বাসায় বর্ষণ সরকার নামে এক স্কুলছাত্রের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পরিবারের দাবি সে গলায় ফাঁস দিয়েছে।

আজ রোববার রাত সাড়ে ১০টার দিকে ওই ছাত্রকে প্রতিবেশীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালে প্রতিবেশী মানিক সাহা বলেন, বংশাল আগাসসাদেক রোডের সাত তলা বাসার তিনতলায় ভাড়া থাকে বর্ষণের পরিবার। রাত ১০টার দিকে তিনতলা থেকে অচেতন অবস্থায় বর্ষণকে ধরাধরি করে নিচে নামায়। তখন বর্ষণকে দ্রুত সিএনজিতে করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে মারা যায়। তখন জানতে পারি বর্ষণ বাসায় গলায় ফাঁসি দিয়েছে।

বর্ষণের বাবা নিতাই চন্দ্র সরকার বলেন, তাদের গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার সাফুল্লি গ্রামে। বংশাল আগাসাদেক রোডের ওই বাসায় ভাড়া থাকে। বর্ষণ উদয়ন স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ছিল। এক ভাই এক বোনের মধ্যে বর্ষণ ছিল ছোট। বর্ষণ পড়াশোনায় অমনোযোগী ছিল। পড়াশোনার সময়তেও মোবাইল নিয়ে থাকত। রাতে এ বিষয় নিয়ে রাগারাগি করা হয় বর্ষণের সঙ্গে। রাতে তিনি লন্ড্রিতে যান এবং বর্ষণের মা ও বোন ফার্মেসিতে যায়। সেখান থেকে বাসায় ফিরে জানতে পারি বর্ষণকে হাসপাতালে নিয়ে গেছে। পরে হাসপাতালে এসে বর্ষণের মরদেহ দেখতে পাই।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, প্রতিবেশীরা বংশাল এলাকা থেকে ওই ছাত্রকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রতিবেশীরা জানায় বাসায় গলায় ফাঁসি দিয়েছিল সে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত